× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ দু’ব্যক্তির লাশ উদ্ধার

বাংলারজমিন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০১৮, সোমবার

সুনামগঞ্জের ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতাসহ দু’ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই দু’লাশ উদ্ধার করা হয়। ছাতক উপজেলার হাইটমারা বিল থেকে নিখোঁজ আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ (৪২) ও বিশ্বম্ভরপুর উপজেলা করচার হাওর থেকে নজরুল ইসলামের (৪২) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরান মইশাপুর গ্রামের ফারুক আহমদ নিখোঁজ হন। পরদিন শনিবার সকালে পরিবারের লোকজন তাকে না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ পুরান মইশাপুর গ্রামের পাশের হাইটমারা বিল এলাকা থেকে ফারুকের পরনের লুঙ্গি ও জুতা উদ্ধার করে।
রোববার সকালে ওই বিল এলাকায় ব্যবসায়ী ফারুকের লাশ ভেসে উঠলে স্থানীয়রা ছাতক থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ দুপুর ১২টায় তার লাশ উদ্ধার করে।
এদিকে, জেলার খরচার হাওরের বিশ্বম্ভরপুর সীমানার রংপুর গ্রামের পাশ থেকে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, সকালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে নজরুলের লাশ উদ্ধার করে। নজরুল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম মধ্যনগর গ্রামের বাসিন্দা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর