× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

তারকার চোখে বিশ্বকাপ ২০১৮ /আর্জেন্টিনা হেরে গেলে আমি নাইজেরিয়াকে সাপোর্ট করবো : ফেরদৌস

বিনোদন

বিনোদন ডেস্ক
২৫ জুন ২০১৮, সোমবার

ফুটবল খেলা আমি ভীষণ উপভোগ করি। আর বিশ্বকাপ ফুটবল মানেই তো অন্যরকম উন্মাদনা সবার। আমি অনেক আগে থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। বিশেষ করে মেসি আমার পছন্দের খেলোয়াড়। তবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখে আমি অনেক হতাশ। আর্জেন্টিনার কাছে এমন খেলা আশা করা যায় না। তাদের খেলা দেখার পর ডিফেন্ডার, স্ট্রাইকার, গোলকিপার সবই এবার অনেক দুর্বল মনে হয়েছে। আর মেসির খেলায় প্রাণ খুঁজে পাওয়া যায়নি।
খেলার শুরু থেকেই তার মুখে হাসি দেখতে পাইনি আমি। আর্জেন্টিনার চেয়ে নাইজেরিয়া বেশ ভালো খেলেছে এবার। বিশেষ করে নাইজেরিয়ার হয়ে আহমেদ মুসা খুব ভালো খেলেছেন। মঙ্গলবার রাত ১২টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে ভালোভাবে জিতলে শেষ ষোলোতে জায়গা পাবে দলটি। আমি ম্যাচটি মিস করতে চাই না। তবে একটা কথা বলতে চাই আর্জেন্টিনা হেরে গেলে আমি নাইজেরিয়াকে সাপোর্ট করবো। কারণ, তাদের শেষ ম্যাচটি আমি দারুণ এনজয় করেছি এবং সবচেয়ে বড় কথা মুসলিম দেশ হচ্ছে নাইজেরিয়া। আর আগামীকাল রাত ১২টায় ইরানের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে পর্তুগালকে আমি এগিয়ে রাখতে চাই। এবার পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো তো এরইমধ্যে চারটি গোল করেছেন। আজকের ম্যাচেও গোল করার সম্ভাবনা রয়েছে এই তারকা ফুটবলারের। তবে বিশ্ব চ্যাম্পিয়ন না এমন দেশগুলোও এবারের বিশ্বকাপে খুব ভালো খেলছে। তাই এবার বলা যাচ্ছে না রাশিয়ায় শেষ পর্যন্ত কোন দলের হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর