× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ওয়ালটন স্মার্টফোনে ফ্রি ইন্টারনেট

দেশ বিদেশ

অর্থনৈতিক রিপোর্টার
২৫ জুন ২০১৮, সোমবার

স্মার্টফোন ক্রয়ে বিশেষ ডাটা অফার দিচ্ছে ওয়ালটন। নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১৫ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট। সেলুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, প্রিমো ইএফসেভেন, এফএইট, এফসেভেনএস, জিএমথ্রি, এইচসেভেন, এইচএমফোরপ্লাস এবং এসসিক্স ইনফিনিটি মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে গ্রামীণফোন গ্রাহকরা পাচ্ছেন ৮ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট। প্রিমো জিএফসেভেন, এসসিক্স এবং জেডএক্সথ্রি মডেলের ওয়ালটনের ফোরজি স্মার্টফোনে মোবাইল অপারেটর রবি’র গ্রাহকরা পাচ্ছেন ১৫ জিবি পর্যন্ত ইন্টারনেট ফ্রি। প্রতিমাসে ৫ জিবি করে ৩ মাসে মোট ১৫ জিবি ইন্টারনেট পাবেন রবি’র গ্রাহকরা। অন্যদিকে, বাংলালিংক গ্রাহকরা ১৭টি মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পাবেন সর্বোচ্চ ৯ জিবি ফ্রি ইন্টারনেট। প্রিমো ডিএইটআই, ইএইটআই, ইএইটএস, ইএফসিক্স এবং ইএফসিক্সপ্লাস মডেলের স্মার্টফোনে প্রতিমাসে ১ জিবি করে মোট ৩ জিবি ফ্রি ইন্টারনেট মিলবে। প্রিমো জিএফসিক্স, জিএইচসেভেন, এনএইচথ্রিআই, এনএইচথ্রি লাইট, এনএইচথ্রি, জিএমটু, এইচএমফোর এবং জিএইট স্মার্টফোনে প্রতিমাসে ২ জিবি করে মোট ৬ জিবি এবং প্রিমো এনএফথ্রি, জিএমটুপ্লাস, আরএইচথ্রি এবং এনথ্রি মডেলের স্মার্টফোনে বাংলালিংক গ্রাহকরা পাচ্ছেন প্রতিমাসে ৩ জিবি করে মোট ৯ জিবি ফ্রি ইন্টারনেট।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর