× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজশাহীতে বিএনপি প্রার্থী বুলবুল বরিশালে সরোয়ার

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০১৮, সোমবার

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে দুই সিটির প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বরিশালে দলের যুগ্ম মহাসচিব সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী করা হয়েছে। আজ সোমবার সিলেট সিটি করপোরেশনে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে গতকাল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনে তাদের আগের প্রার্থী এবং বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে প্রার্থী রাখা হয়েছে। আর বরিশালের ক্ষেত্রে প্রার্থী বদল করা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব এবং বরিশালের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী করা হয়েছে। আজ সোমবার সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন তারা।
সিলেটে জোট শরিক জামায়াতে  ইসলামীকে ছাড় দেয়ার গুঞ্জন থাকলেও সাংবাদিকদের প্রশ্নে তা উড়িয়ে দেন বিএনপি মহাসচিব। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির মনোনয়ন বোর্ড তিন সিটিতে প্রার্থী হতে ইচ্ছুক বুলবুল, সরোয়ারসহ ১৭ জনের সাক্ষাৎকার নিয়েছিলেন। বরিশালে এবারও প্রার্থী হতে বর্তমান মেয়র আহসান হাবীব কামাল সাক্ষাৎকার দেন। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি। তবে এবার তার ওপর ভরসা রাখতে পারেনি বিএনপি। মজিবর রহমান সরোয়ার দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮শে জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ই জুলাই পর্যন্ত। এরপর ৩০শে জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর