× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি কামরানের

শেষের পাতা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ জুন ২০১৮, সোমবার


দলীয় মনোনয়ন পাওয়ার পর সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান   । বিকালে সিলেটের ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করলেন। পরে তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেও পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় কামরানের সঙ্গে দলের শীর্ষ নেতারা ছাড়াও তৃণমূলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রস্তুতি শুরু করেই কামরান বললেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি পরপর দুবার মেয়র ছিলাম। সুতরাং সিলেটের মানুষের প্রতি আস্থা রয়েছে। এবার দলীয় প্রতীকে সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে জানান তিনি। এর আগে সকালে নগরীর মাছিমপুরস্থ নিজ বাসায় কামরান দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন।
ওই বৈঠকে জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আলোচনা করেই কামরান সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতির বিষয়টি চূড়ান্ত করেন। এরপর বৈঠক থেকে মাজার জিয়ারত ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৈঠকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কামরানের পক্ষে গতকাল দুপুরে সিলেটের আঞ্চলিক নির্বাচনী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিরাজ বক্স। তিনি নির্বাচনী কর্মকর্তা আলিমুজ্জামানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে মাজার জিয়ারত শেষে কামরান সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে আমরা প্রস্তুতি শুরু করলাম। নির্বাচন কমিশনের নিষেধ থাকায় প্রচারণা পরে শুরু করবো। এখন কার্যক্রম শুরু হলো। বরাবরের মতো আমি ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। সিলেটের মানুষ আমার পাশে আছে।’ এ কারণে সিটি নির্বাচনে এবার নৌকার বিজয় হবে। কামরান বলেন, তিনি ১৯৭৩ সাল থেকে জনপ্রতিনিধি। কখনো তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেননি। এবারই প্রথম নৌকা মার্কার প্রার্থী হয়ে তিনি নির্বাচন করছেন। এটা তার জীবনের পরম প্রাপ্তি বলে দাবি করেন। এ সময় কামরান বলেন, সিলেট নগরীতে এখন বহু সমস্যা বিরাজমান। এই সমস্যা সমাধানে তিনি কাজ করবেন।
আসাদের কৃতজ্ঞতা: সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ ও আওয়ামী পরিবারের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের অন্যতম দাবিদার ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। রোববার এক বিবৃতিতে আসাদ উদ্দিন আহমদ নগরবাসী ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের নীরব সমর্থন, সহযোগিতা ও ভালোবাসাই আমাকে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার শক্তভিত্তি রচনা করে দিয়েছিল। আপনাদের এই ভালোবাসাই আগামী দিনে আমার পথচলার শক্তি ও অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা নিয়েই আমি আজীবন নগরবাসীর একজন সেবক হিসেবে পাশে থাকব ইনশাল্লাহ্‌।’ তিনি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করারও উদাত্ত আহ্বান জানান এবং দলীয় প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে শুভ কামনা জানান। এদিকে নির্বাচনী মনোনয়ন জমাদানের আগেই সিলেটে এবার কামরানের পক্ষে একাট্রা হয়েছেন সিলেট আওয়ামী লীগের নেতারা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সুনজর রয়েছে এবার কামরানের দিকে। এছাড়া দলের ভেতরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদ উদ্দিন আহমদ গতকাল থেকে কামরানের পক্ষে মাঠে নেমেছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট নিজাম উদ্দিনসহ সিনিয়র নেতারাও গতকাল মাজার জিয়ারত ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় কামরানের সঙ্গে ছিলেন। এ সময় শফিকুর রহমান চৌধুরীও সাংবাদিকদের বলেন- ‘সিলেট আওয়ামী লীগের সব অংশের নেতারা এবার নৌকার পক্ষে একাট্টা। দলের ভেতরে মনোনয়ন নিয়ে যে প্রতিযোগিতা ছিল সেটি কাটিয়ে এখন আমরা সবাই ঐক্যবদ্ধ।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর