× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আরব ডার্বিতে সালাহ খেলবেন কি?

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, সোমবার

রাশিয়া বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হচ্ছে মিশর। শুরুর দুই ম্যাচ হেরে গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হয়ে গেছে আরব দল দু’টির। কাঁধের ইনজুরি থেকে ফেরা মিশরের মহাতারকা মোহাম্মদ সালাহ ‘আরব ডার্বিতে’ খেলবেন কিনা সেটিই এখন বড় প্রশ্ন। উরুগুয়ের বিপক্ষে শেষ মুহূর্তে ১-০ গোলে হারা ম্যাচটিতে খেলেননি সালাহ। রাশিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ফিরে ৩-১ গোলের হার দেখেন তিনি। বিশ্বকাপ অভিষেক ম্যাচে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন সালাহ। গত মাসে লিভারপুলের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলায় ইনজুরিতে পড়েন মোহাম্মদ সালাহ। আর বিশ্বকাপে মিশরের বিদায় নিশ্চিত হওয়ায় সৌদি আরব ম্যাচের আগে সালাহকে ছেড়ে দেয়ার খবর প্রকাশিত হয়।
তবে এমন সম্ভাবনা উড়িয়ে দেন মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি হানি আবু রিদা। তিনি বলেন, ‘লিভারপুলকে নিয়ে আমার কোনো ধারণা নেই। মোহাম্মদ সালাহ আমাদের সঙ্গেই থাকছে।
ফিফা’র নিয়ম অনুযায়ী দলের সঙ্গে তাকে ক্যাম্পে থাকতে হবে। সংবাদমাধ্যমে যা বলা হয়েছে তার কোনো ভিত্তি নেই। সালাহর পাশাপাশি আমরাও এমন খবরে অবাক হয়েছি। সতীর্থদের সঙ্গে সে ভালো আছে।’ সৌদি আরবের বিপক্ষে ছয়বারের সাক্ষাতে চার ম্যাচে জয় পায় মিশর। একটিতে সৌদি আরব ও এক ম্যাচ ড্র হয়। বিশ্বকাপে এটাই হবে দুই দলের মধ্যকার প্রথম ম্যাচ। এ ম্যাচে মাঠে নামলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়বেন মিশরের ৪৫ বছর বয়সী গোলরক্ষক ইসাম এল হাদারি। প্রথম দুই ম্যাচে তাকে একাদশে রাখেননি মিশরের আর্জেন্টাইন কোচ হেক্টর কুপার। গত বিশ্বকাপে ৪২ বছর বয়সে মাঠে নামেন কলম্বিয়া গোলরক্ষক ফরিদ মনদ্রাগন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর