× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

হার এড়ালেই নকআউট পর্বে স্পেন

বাংলাদেশ কর্নার

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, সোমবার

রাশিয়া বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে স্পেনের। কালিনিনগ্রাদ স্টেডিয়ামে আজ রাত ১২টায় মুখোমুখি হবে দুই দল। ‘বি’ গ্রুপে একই সময়ে বাঁচা-মরার লড়াইয়ে পর্তুগালকে মোকাবিলা করবে ইরান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দুই ম্যাচ শেষে স্পেন ও পর্তুগালের সমান ৪ পয়েন্ট। ইরান ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ মরক্কোর। স্পেন ও পর্তুগালের মধ্যকার ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ে হ্যাটট্রিক করেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ইরানকে ১-০ গোলে স্পেন ও মরক্কোকে একই ব্যবধানে হারায় পর্তুগাল।
ইরানের বিপক্ষে প্রথম ম্যাচে ইনজুরির সময়ের আত্মঘাতী গোলে হারের হতাশায় ডোবে মরক্কো। টুর্নামেন্টের শেষটা ভালো করতে চায় আফ্রিকার দেশটি। মরক্কোর ফ্রেঞ্চ কোচ হার্ভ রেনার্ড বলেন, ‘স্পেনের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে টুর্নামেন্ট শেষ করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। আমরা ২০ বছর পর বিশ্বকাপে খেলছি। আমরা যে ফুটবল খেলতে পারি তা রাশিয়া বিশ্বকাপে প্রদর্শন করেছি।’ মরক্কোর বিপক্ষে সতর্ক স্পেন কোচ ফার্নান্দো হেইরো। তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আমাদের আরো উন্নতি করতে হবে। জয় অব্যাহত রাখার ব্যাপারে আমি আশাবাদী। কিন্তু ম্যাচটা কঠিন হবে। এই গ্রুপটাই খুব কঠিন। আমাদের হাতে কোনো বিকল্প নেই। তিন পয়েন্ট অর্জন করতে হবে।’ ১৯৬২ বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফে মুখোমুখি হয়েছিল স্পেন ও মরক্কো। অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয়ের পর ঘরের মাঠে ৩-২ গোলের জয় পায় স্পেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর