× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নেইমারের দুর্ব্যবহারে ব্যথিত সিলভা

বাংলাদেশ কর্নার

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, সোমবার

এবার ভিন্ন আলোচনায় ব্রাজিল তারকা থিয়াগো সিলভা ও নেইমার। গত শুক্রবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয় ব্রাজিল। এ ম্যাচে নেইমার তার সঙ্গে বাজে আচরণ করেছেন বলে অভিযোগ ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো সিলভার। এদিন ম্যাচের ৮৩তম মিনিটে থিয়াগো সিলভা নিজেদের রক্ষণভাগের খেলোয়াড়ের কাছে বল ব্যাক পাস দিলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন নেইমার। গতকাল এক সাক্ষাৎকারে সিলভা বলেন, আমি তাকে (নেইমার) ছোট ভাইয়ের মতো মনে করি। সব সময় চেষ্টা করি এবং মাঠের বাইরে তাকে সাহায্য করার। কিন্তু আজ (শুক্রবার) তার এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছি। যখন ম্যাচের শেষ সময়ে আমি বল ব্যাক পাস দিয়েছিলাম তখন সে আমার সঙ্গে দুর্ব্যবহার করে।
কিন্তু আমি মনে করি তার এমন আচরণ সঠিক ছিল। কারণ এ ম্যাচে কোস্টারিকা অনেক সময় অপচয় করেছে। আর আমি বল ব্যাক পাস দিয়েছি এ জন্য, যাতে বল আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমি ম্যাচের পুরোটা সময় অনেকটা স্বস্তিতে খেলেছি কিন্তু তার এমন আচরণে খুব হতাশ হয়েছি। শুক্রবার কোস্টারিকার বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর ম্যাচের যোগ করা সময়ে ফিলিপ্পে কুটিনহো ও নেইমারের গোলে আসরের প্রথম জয় পায় ব্রাজিল। আর থিয়াগো সিলভা বলেন নেইমারের এ গোল তার উপর অনেকটা চাপ কমিয়ে দিয়েছে। তিনি বলেন, নেইমারের উপর সমর্থকদের চাপ থাকবে এটাই স্বাভাবিক। আর এবারের বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য অনেকটাই নির্ভর করছে নেইমারের উপর। তৃতীয় ম্যাচে সে অনেকটাই স্বস্তিতে থাকবে। গত ফেব্রুয়ারিতে ফরাসি লীগ ওয়ানে নিজ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে খেলার সময় পায়ে চোট পান নেইমার। পরে অস্ত্রোপচার করার পর দীর্ঘদিন ব্রাজিলে পুনর্বাসনে ছিলেন তিনি। বিশ্বকাপ শুরুর আগের সপ্তাহে মাঠে ফিরেন নেইমার। পরে অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আলাদা প্রস্তুতি ম্যাচে গোল করেন তিনি। আসরে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। আর এ ম্যাচে গোলহীন ছিলেন নেইমার। আগামী ২৭শে জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরবর্তী রাউন্ডে যেতে হলে এ ম্যাচে অন্তত ড্র করতে হবে আসরে সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়নদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর