× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈগল নিয়ে শাস্তির মুখে জাকা-শাকিরি

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, সোমবার

খেলার মাঠে রাজনৈতিক আচরণ নিয়ে শাস্তির মুখে সুইজারল্যান্ডের আলবেনিয়ান-কসোভো বংশোদ্ভূত দুই ফুটবলার গ্রানিত জাকা ও জারদান শাকিরি। শুক্রবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোল আদায় শেষে উদ্‌যাপন করতে গিয়ে বুকের কাছে দুই হাত উঁচিয়ে জোড়া ঈগলের ছবি আঁকেন তারা। জোড়া ঈগল বৃহত্তর আলবেনিয়ার মর্যাদার প্রতীক। আলবেনিয়ার জাতীয় পতাকায় রযেছে জোড়া ঈগলের ছবি। আর খেলার মাঠে এমন রাজনৈতিক আচরণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন জাকা-শাকিরি। সার্বিয়ার সঙ্গে দীর্ঘদিন রক্তক্ষয়ী আন্দোলন শেষে ২০০৮ সালে স্বাধীনতার ঘোষণা দেয় কসোভো। আর চলতি বছর ১৭ই ফেব্রুয়ারি সার্বিয়া ছাড়া জাতিসংঘের ১১৩ সদস্য দেশ স্বীকৃতি দেয় স্বাধীন কসোভোকে। এর আগে সাড়ে তিন বছর গৃহবন্দি থাকার পর মুক্তি পেয়ে সপরিবারে সুইজারল্যান্ডে পালিয়ে যান গ্রানিত জাকার পিতা।
গ্রানিত জাকার বড় ভাই খেলেন আলবেনিয়া জাতীয় দলের হয়ে। এর আগে কসোভো থেকে পালিয়ে সুইজারল্যান্ডে বসতি গড়েন শাকিরির পরিবারও। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে নিজের এক পায়ে কসোভোর পতাকা আঁকা বুট পরে খেলতে দেখা যায় শাকিরিকে। জাকা-শাকিরি ঘটনায় তদন্তে নেমেছে ফিফা। একই দিন সার্বিয়ান সমর্থকদের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের দায়ে দেশটির ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও তদন্ত করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর