× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির জানালায় রোনালদোর ছবি, এবং

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১ জুলাই ২০১৮, রবিবার

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের ভেন্যু ছিল কাজান স্টেডিয়াম। ম্যাচের আগে আর্জেন্টিনা দল ওঠে কাজানের রামাদা হোটেলে। এ পর্যন্ত সবই ঠিক ছিল। তবে ভিন্ন কারণে মেজাজ খারাপ হতে পারতো আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির। তবে এ জন্য তড়িঘড়ি উদ্যোগ নেয় কাজান সিটি করপোরেশন। কাজানে রামাদা হোটেলে মেসির কক্ষের জানালার ওপাশে শোভা পায় চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিকৃতি। রামাদা হোটেলেরই পাশের বিল্ডিংয়ের দেয়ালে রয়েছে নানা রঙে আঁকা রোনালদোর ছবি। যা আঁকা হয়েছিল গত বছর কনফেডারেশন কাপের সময়।
তিনতলা বাড়ির পুরোটা জুড়েই আঁকা সেই চিত্রকর্মে দেখা যাচ্ছে, পর্তুগালের মেরুন রঙের জার্সি পরিহিত রোনালদোর মুখে দুষ্টুমির ভঙ্গি। বাঁ চোখ টিপে কিছু একটা ইঙ্গিত করছেন পর্তুগিজ স্ট্রাইকার। বাড়ির অন্যদিকের দেয়ালে লেখা ‘সিআর সেভেন’। স্থানীয় মিডিয়ার দাবি, হোটেলের অধিকাংশ ঘর থেকেই চোখে পড়ে পর্তুগাল অধিনায়কের ওই ছবি। জানালা দিয়ে উঁকি মারারও দরকার নেই। শুধু পর্দা সরিয়ে জানালা খুললেই হয়। তবে একই হোটেলে আর্জেন্টিনা দলের আগমনের আগেই ব্যবস্থা নেয় কাজান সিটি করপোরেশন। ২৪ ঘণ্টার নোটিশে ঐ ভবনের পাশের এক বাড়ির দেয়ালে আঁকা হয় লিওনেল মেসির বিশাল এক ছবি। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রোনালদোর ছবি দেখে মেসি প্রথমে রামাদা হোটেলে উঠতে চাননি। যদিও এ খবর অস্বীকার করেন কাজানের মেয়র ইলমুর মেতসিন বরং কাজান মেয়র বলেন, মেসি ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তিন গোল করলে কাজানের মেয়র ভবনের দেয়ালে ছবি আঁকা হবে তার। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালের জার্সি গায়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোলের কৃতিত্ব দেখান রোনালদো। অন্য দিকে আর্জেন্টাইন তারকা মেসি পান সাকুল্যে ১ গোল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর