× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নেইমারের ওপর ক্ষুব্ধ মেক্সিকো কোচ

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৪ জুলাই ২০১৮, বুধবার

ব্রাজিল ম্যাচের আগেই মেক্সিকোর অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো বলেছিলেন, নেইমার মাঠে পড়ে যেতে পছন্দ করে। ব্রাজিলের কাছে হারের পর এবার নেইমারের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও। রাশিয়ার সামারা অ্যারেনায় ওসোরিও বলেন, দুর্ভাগ্যজনক হলেও এটা ফুটবলের জন্য লজ্জার। একজন খেলোয়াড়ের কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমি মনে করি, যারা এই খেলাটি দেখেছেন বিষয়টি তাদের জন্যেও লজ্জার। এখানে নেইমারের এতটা অভিনয় করা উচিত হয়নি। এটা আমাদের গতি এবং খেলার কৌশলের উপর অনেকটাই প্রভাব ফেলেছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষের ট্যাকলের পর মাঠে কয়েকবার গড়াগড়ি খেতে দেখা যায় নেইমারকে।
এ কারণে সমালোচিত হয়েছিলেন বিশ্বের সবচেয়ে দামি এই ফরোয়ার্ড। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৭২তম মিনিটে ট্যাকলের কারণে পড়ে যান নেইমার। তার কাছ থেকে বল নিতে এসে মেক্সিকোর মিডফিল্ডার মিগেল লাইয়ুন বুটের ডগা দিয়ে নেইমারের গোড়ালিতে হালকা চাপ দেন। এরপর নেইমার যন্ত্রণায় ছটফট করতে থাকেন, মাঠে গড়াগড়ি দিতে থাকেন। যদিও টিভিতে দেখা যায়, লাইয়ুনের পা মাটিতে ছিল এবং নেইমারের পায়ের উপর তেমন জোরালো চাপও দেয়নি। এ নিয়ে বিবিসির ধারাভাষ্যকার কনর ম্যাকনামারা বলেন, সে এমনভাবে গড়াগড়ি দিচ্ছিল যেন তাকে কুমির কামড়েছে। যেন সে একটা অঙ্গ হারিয়ে ফেলেছে। যদিও এবারের বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বেশি (২৩বার) ফাউলের শিকার হয়েছেন নেইমারই। ওসোরিও বলেন, ম্যাচে ব্রাজিলকে পুরোপুরি সুবিধা দেয়া হয়েছে। আমরা দ্বিতীয়ার্ধে আমাদের খেলার ছন্দ হারিয়েছিলাম একমাত্র রেফারির কারণে। কয়েকবার মাঠে খেলা থামানো হয়েছিল। ফুটবলপ্রেমি শিশুদের জন্য এটা খুবই নেতিবাচক উদাহরণ। মেক্সিকো কোচের অভিযোগের বিপরীতে ব্রাজিলের কোচ লিওনার্দো বাচ্চি তিতে বলেন, আমি ওসোরিওর কথার কোনো জবাব দেবো না। আমি দেখেছি কি ঘটেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর