× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপ: অক্টোপাস থেকে বিড়াল

বাংলাদেশ কর্নার

বিশ্বকাপ ডেস্ক
৫ জুলাই ২০১৮, বৃহস্পতিবার

ফুটবল বিশ্বকাপ আসলেই সামনে আসে কিছু প্রাণীর নাম। ফুটবল মহাযঞ্জে তারা নাম কুড়ান ভবিষ্যদ্বাণীর জন্য। অধিকাংশ ব্যক্তিরাই গণকে বিশ্বাসী না হলেও তাদের দেয়া রায় আগ্রহ সহকারেই বিবেচনা করেন। এবার দেখে নেয়া যাক বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করা কিছু প্রাণী সম্পর্কে।

পল (অক্টোপাস)

অক্টোপাস পলের জন্ম ইংল্যান্ডে। ২০১০ সাউথ আফ্রিকা বিশ্বকাপে পরিচিতি লাভ করে পল। ২০০৮ সাল থেকে ২০১০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির ১৩ ম্যাচের ভবিষ্যদ্বাণী করে এই অক্টোপাস। এই ১৩ ম্যাচের ১১ টি মিলে গিয়েছিল ম্যাচের ফলাফলের সঙ্গে। এছাড়াও ২০১০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেনের পক্ষে রায় দিয়েও হয়েছিল সফল।
পলের সামনে দুটি দেশের পতাকা রাখা হত এবং পল যে পতাকার উপর যেয়ে বসত ধরা হত সেই দল জয় পাবে। পল ২০১০ সালে ২৬ শে অক্টোবর জার্মানিতে মাত্র ২ বছর বয়সে মৃত্যু বরণ করে।


নেলি (হাতি)

জার্মান এক হাতির নাম নেলি। এই হাতির ভবিষ্যদ্বাণীতে মিলে গিয়েছিল ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো ও ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ফল। ভবিষ্যদ্বাণীর জন্য তার সামনে রাখা হত দু’দেশের পতাকা টাঙানো গোলপোস্ট। নেলি যে পতাকায় মারত সেই দল জয় পাবে বলে ধরে নেয়া হত।





আলফ, ললি এবং গিনি (পেঙ্গুইন)

আলফ, ললি এবং গিনি তিনটি পেঙ্গইনের নাম। এদের সামনে রাখা হত তিনটি পাথর। দু’টিতে দুই দেশের পতাকা আর মাঝে একটি পাথরে লেখা থাকতো ড্র। তারা যেকোন একটি পাথরের গায়ে বসে ভবিষ্যৎ বাণী করত।





শাহীন (উট)

শাহীন দুবাইয়ের একটি উট। ২০১৪ সালের বিশ্বকাপে উটটি আলোচনায় আসে। দু’টি কাঠের পোস্টে দু’দেশের পতাকা লাগানো থাকত। যেটিতে সে কামড় দিতো সে দল জিতবে বলে ধরে নেয়া হত। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে উটটির ধারণা অনুযায়ী জয় পেয়েছিল রাশিয়া।




অ্যাকিলিস (বিড়াল)

অ্যাকিলিস একটি রাশিয়ান বিড়াল। এবারের বিশ্বকাপে আলোচিত গণক এই বধির বিড়ালটি। রাশিয়া বনাম সৌদি আরবের মধ্যে হওয়া প্রথম ম্যাচের ফল মিলে সে আলোচনায় আসে। অ্যাকিলিসের বাণী মিলে যাওয়ায় টানা আট মাস জয় খরা থেকে বের হয় স্বাগতিক রাশিয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর