× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টাইব্রেকার মিস করায় হত্যার হুমকি!

বাংলাদেশ কর্নার

স্পোর্টস ডেস্ক
৬ জুলাই ২০১৮, শুক্রবার

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলতে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কলম্বিয়া। মঙ্গলবার টাইব্রেকারে শট মিস করেন কলম্বিয়ার ম্যাথিউস উরিবে ও কার্লোস বাকা। এরপর থেকেই তাদের উদ্দেশে আপত্তিকর বার্তা আসতে শুরু করেছে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। উরিবের শট লেগেছিল ক্রসবারে। আর বাকার শট আটকে দেন ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড। বিভিন্ন সাইটে তাদের আত্মহত্যা করার আবেদনও জানানো হয়েছে। আর সেখানে তাদের সতর্ক করে বলা হয়, ভুল করেও যেন কলম্বিয়ায় না ফেরেন তারা। এবারের বিশ্বকাপে জাপানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লাল কার্ড দেখার পর কলম্বিয়ার কার্লোস সানচেজকেও হত্যার হুমকি দেয়া হয়েছিল।
এদিন তিন মিনিটের মাথায় লাল কার্ড দেখেন তিনি। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলে হেরেছিল ডেনমার্ক। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল ড্যানিশ স্ট্রাইকার নিকোলাই ইয়ুর্গেনসেনকে। অবশ্য ডেনমার্কের ফুটবল সংস্থা তার পাশে দাঁড়িয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ডেনমার্কের তিনজন টাইব্রেকারে গোল করতে পারেননি। নিকোলাই ইয়ুর্গেনসেন শেষ ড্যানিশ ফুটবলার হিসেবে মিস করেন টাইব্রেকার। এরপরই ইনস্টাগ্রাম ও ফেসবুকে হুমকি দেয়া হয় তাকে। এদিকে, গত ২রা জুলাই ছিল আন্দ্রে এসকোবারের ২৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোল করেছিলেন ওই কলম্বিয়ান ডিফেন্ডার।
পরে ওই বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। দেশে ফেরার পর হত্যা করা হয়েছিল তাকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর