× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপ শেষ দানিলোর

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৬ জুলাই ২০১৮, শুক্রবার

কেবল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে নয়, পায়ের গোড়ালির চোটের কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর। আজ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা। খেলা শুরুর রাত ১২টায়। আর এই ম্যাচে ব্রাজিল জয় পেলেও রাশয়ায় আর খেলতে পারছেন না ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার দানিলো। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে খেলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির এই ফুলব্যাক। সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের পর অনুশীলনে চোট পেয়েছিলেন দানিলো। পরের ম্যাচগুলো আর খেলতে পারেননি তিনি।
এ নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, দানিলো বাম পায়ের গোড়ালির চোটে ভূগছিল। স্ক্যানের পর তার বাম পায়ের গোড়ালির লিগামেন্টের চোট নিয়ে নিশ্চিত হওয়া গেছে। আর বিশ্বকাপ শেষ হওয়ার আগে তার সেরে উঠার আর সম্ভাবনা নেই। তবে দানিলো দলের সঙ্গেই থাকবে। এরই মধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। বিশ্বকাপের আগেই ব্রাজিল দলের নিয়মিত রাইট ব্যাক দানি আলভেস হাঁটুর চোটে ছিটকে গেলে একাদশে সুযোগ পান দানিলো। এবার তার চোটে পরার পর থেকে দলে রাইট ব্যাকের দায়িত্ব সামলাচ্ছেন করিন্থিয়ান্সের ফাগনার। চলতি বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল ফাগনারের। ২৬ বছর বয়সী দানিলোর ২০১১ সালে অভিষেক হয় ব্রাজিল জাতীয় দলে। সেলেকাওদের হয়ে এখন পর্যন্ত মোট ১৯টি ম্যাচ খেলেছেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর