× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

যে কারণে গোলের পর উদযাপন করেননি গ্রিজম্যান

বাংলাদেশ কর্নার

স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০১৮, রবিবার

এর আগেই জানিয়েছেন উরুগুইয়ান জাতি ও মানুষের প্রতি তার ভালোবাসার কথা। লাতিন এই দেশটিকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবেও আখ্যায়িত করেছেন ফরাসি ফরোয়ার্ড আন্তোইন গ্রিজম্যান। মাঠেও দেখা গেল তেমনই। শুক্রবার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলের জেতা ম্যাচে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফরোয়ার্ড গ্রিজম্যান। কিন্তু এই গোলের পর মাঠে অতোটা উদযাপন করতে দেখা যায়নি তাকে। উরুগুইয়ানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণেই গোলের পর উদযাপন করেননি বলে জানান গ্রিজম্যান। এদিন ম্যাচশেষে ২৭ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, উরুগুইয়ানদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। সেখানে আমার বন্ধু ও সতীর্থরা রয়েছে।
আর এ কারণেই গোলের পর কোনো উদযাপন করিনি আমি। দ্বিতীয় গোল হজম করার পরও ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে উরুগুয়ে। প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রশংসা করে গ্রিজম্যান বলেন, তারা কঠিন এক দল। অনেকটাই অ্যাটলেটিকো মাদ্রিদের মতো। এ দলের প্রত্যেক খেলোয়াড়ের উপর নির্ভর করা যায়। এবারের আসরে এখন পর্যন্ত ৩ গোল করেছেন গ্রিজম্যান। দলের আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও করেছেন সমান তিন গোল। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলেন গ্রিজম্যান। ওই সময় সোসিয়েদাদের কোচ ছিলেন উরুগুয়ের মার্টিন লাসারতে। গুরু লাসারতের কাছ থেকেই উরুগুয়ের জাতি ও মানুষ সম্পর্কে জেনেছেন গ্রিজম্যান। এর পর থেকেই ল্যাতিন এই দেশটির প্রেমে পড়ার কথা জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর