× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বাস হচ্ছে না বেলজিয়াম কোচের

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০১৮, রবিবার

সেলেসাওদের হারানোটা ‘বিশেষ কিছু’। শুক্রবার ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে এমন কথা বলেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। রাশিয়ার কাজানে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ব্রাজিলকে হারানোটা বিশেষ কিছু। আর সেটা যদি হয় বিশ্বকাপে তাহলে তো এক কথায় অবিশ্বাস্য। দারুণ একটা স্মৃতি তৈরি করেছি আমরা। এখন সেমিফাইনালের জন্য প্রস্তুতি নেবো। আমার বিশ্বাস হ্যাজার্ড-লুকাকুরা এর জন্য দেশেও বিশেষ মর্যাদা পাবেন। এদিন ম্যাচের ১৩তম মিনিটে ফার্নানদিনহো নিজেদের জালে বল জড়ানোর পর ৩১তম মিনিটে ডি ব্রুইনার অসাধারণ গোলেই স্বপ্ন উজ্জ্বল করে বেলজিয়ানরা।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল একটা গোল পরিশোধ করলেও বেলজিয়ামের সোনালী প্রজন্মের জয়রথ থামাতে পারেনি। আসরে এটি ছিল বেলজিয়ামের টানা পঞ্চম জয়। মার্টিনেজ বলেন, ছেলেরা পেরেছে। আপনারা দলটার অবিশ্বাস্য টিম স্পিরিট দেখেছেন। তবে আপনাকে মানতে হবে ব্রাজিলের দারুণ সব খেলোয়াড় রয়েছে এবং তারা যেকোনো দলের বিপক্ষে জয়ের সামর্থ্য রাখে। কিন্তু আমরা আজ (গত শুক্রবার) সেটা হতে দেইনি। মার্টিনেজ বলেন, এ ম্যাচের জন্য আমি আলাদা একটা ছক করেছিলাম। আর এ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনাও করেছিলাম। আর তারা মাঠে এটা ভালোভাবে প্রয়োগ করেছে। যার কারণে আমারা এমন জয় পেয়েছি। এ ম্যাচে দলের প্রত্যেক খেলোয়াড় যার যার পজিশনে সেরাটা খেলেছে। ম্যাচে কৌশলগত কারণে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে গেলে খেলোয়াড় হিসেবে তা গ্রহণ করা আপনার জন্য দুঃসাধ্য হবে, কিন্তু ছেলেরা তাই করেছে, তারা পুরো কৃতিত্বের দাবিদার। এ জয়ের ফলে ইতিহাসে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠলো বেলজিয়াম। এর আগে ১৯৮৬’র বিশ্বকাপে সেমিফাইনালে প্রথমবার উঠেছিল ইউরোপের দলটি। সে খেলায় দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা। এবার সেমিফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ফ্রান্স। আগামী ১০ই জুলাই রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে মুখোমুখি হবে দু’দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর