× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ইলিশের টানে বাংলাদেশে যাবার আমন্ত্রণ

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) জুলাই ৯, ২০১৮, সোমবার, ২:৪৩ পূর্বাহ্ন

কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলার বাংলাদেশি স্টলগুলিতে ছিল অগণিত মানুষের ভিড়। মেলায় ইলিশের ফ্লেক্স লাগিয়ে বাংলাদেশে যাবার আমন্ত্রণ জানানো হয়েছিল। মেলা প্রাঙ্গণে ছড়ানো ছিল ইলিশের ছবি দেওয়া  হোর্ডিংও। কলকাতায় তিন দিন ধরে আয়োজন করা হয়েছিল ট্রাভেল অ্যান্ড টুরিজম  ফেয়ার (টিটিএফ)-এর। মেলার উদ্বোধন করেছেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগের তুলনায় আরও অনেক বেশি ভারতীয় বাংলাদেশ সফর করবেন। উল্লেখ্য, গতবছর যে ৬ লক্ষ ৪০হাজার বিদেশি পর্যটক বাংলাদেশ সফর করেছিলেন তার ৪০ শতাংশই ছিলেন ভারতীয়। কলকাতার এই পর্যটন মেলায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ,সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম প্রভৃতি দেশও যোগ দিয়েছিল।  ছিল আলাদা বাংলাদেশ প্যাভেলিয়ন।
বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ১৩টি পর্যটন সংস্থার স্টল ছিল সেখানে। পশ্চিমবঙ্গের পর্যটন সংস্থাগুলিও বাংলাদেশে নিয়ে যাবার জন্য জোর প্রচার চালিয়েছিলেন। ভ্রমন সংস্থা দেবঋষি টুর অ্যান্ড ট্রাভেলসের অরিন্দম মুখার্জি বলেছেন, বাংলাদেশে ঘুরতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। তিনদিনে মেলায় এমন বহু পর্যটক এসেছিলেন যাদের শিকড় বাংলাদেশে। আর সেই শিকড়ের টানেই তারা বাংলাদেশে যেতে আগ্রহী। সেজন্য তারা খোঁজ নিয়েছেন বাংলাদেশ ভ্রমনের ব্যাপারে। বাংলাদেশ সরকারও এজন্য বিশেষ প্যাকেজের কথা ভেবেছে। বাংলাদেশের পর্যটন মন্ত্রকের অতিরিক্ত সচিব নিখিল রঞ্জন রায় জানিয়েছেন, চলো বাংলাদেশ বলে একটি প্যাকেজ চালু করা হয়েছে। এই প্যাকেজে ভারতীয়দের জন্য বিশেষ কিছু সুবিধাও দেওয়া হচ্ছে। রোববার মেলার শেষদিনে বাংলাদেশ প্যাভিলিয়নকে ‘মোস্ট ইনোভেটিভ স্টল’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর