× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

তাজমহল মসজিদে শুধু আগ্রার অধিবাসীরাই নামাজ আদায় করতে পারবেন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জুলাই ১০, ২০১৮, মঙ্গলবার, ২:৪৪ পূর্বাহ্ন

আগ্রার তাজমহলের ভিতরে অবস্থিত মসজিদে শুধু আগ্রার অধিবাসীরাই শুক্রবারে জুমার নামাজ আদায় করতে পারবেন। ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে এ কথা বলেছে। বিচারপতি একে সিক্রি ও অশোক ভূণের বেঞ্চ থেকে বলা হয়েছে, তাজমহল হলো বিশ্বের সপ্তাশ্চর্য্যরে অন্যতম। নামাজ আদায়ের জন্য আরো বেশ কিছু মসজিদ আছে। সেখানে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন। এ বছর ২৪ শে জানুয়ারি আগ্রার অতিরিক্ত ম্যাটিস্ট্রেট একটি রায় দেন। তাতে বলা হয়, যেসব মানুষ আগ্রার অধিবাসী নন তাদেরকে তাহমহলের চত্বরের ভিতরে অবস্থিত মসজিদে প্রবেশে অনুমতি দেয়া হবে না। তারা নিরাপত্তার কারণে ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন না।


এই রায়কে চ্যালেঞ্জ করে একটি পিটিশন করা হয়। তার ওপর শুনানি শেষে সোমবার সুপ্রিম কোর্ট ওই রায় বহাল রাখেন। ভারতীয় বেশ কয়েকটি মিডিয়ায় এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে বরা হয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্টের ওই রায়ের বিরুদ্ধে পিটিশন করেছিলেন আগ্রায় তাজমহল মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হোসেন জায়েদি। তিনি সুপ্রিম কোর্টের ওই বেঞ্চকে বলেন, সারা বছরই বিভিন্ন স্থানের পর্যটকরা আগ্রা আসেন। ওই মসজিদে তাদের প্রবেশ করে নামাজ আদায় করা থেকে বিরত থাকার নির্দেশ অবৈধ ও খেয়ালখুশিমতো। তার আইনজীবী আদালতে যুক্তি তুলে ধরেন। বলেন, আগ্রা ডিস্ট্রিস্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে আগ্রার স্থানীয় অধিবাসী ও অন্য অধিবাসীদের মধ্যে বৈষম্য করা হয়েছে। এমন নির্দেশ বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। যৌক্তিক নীতিসম্মত নয়। যে উদ্দেশে এমন নির্দেশ দেয়া হয়েছে তার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। তিনি আদালতের সামনে যুক্তিতর্ক তুলে ধরেন এ নিয়ে যে, আগ্রার অধিবাসীদেরকে ওই মসজিদে কেবল নিরাপত্তা তল্লাসির পর প্রবেশ করতে দেয়া হবে। তিনি দাবি করেন, স্থানীয় নন এমন ব্যক্তিদেরও একই পদ্ধতি অনুসরণ করে প্রবেশের অনুমতি দিতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর