× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্ব গণমাধ্যম সম্মেলনে বক্তারা /শত বাধাঁর মাঝেও গণমাধ্যমকে জনগণের কথাই বলতে হবে

শিক্ষাঙ্গন

অনলাইন ডেস্ক
(৫ বছর আগে) জুলাই ১০, ২০১৮, মঙ্গলবার, ৩:৪৭ পূর্বাহ্ন

তথ্য-প্রযুক্তির ব্যাপক উৎকর্ষে ঐতিহ্যগত সংবাদ মাধ্যমগুলোর অস্তিত্ব হারানোর ভয়, মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন এবং স্বার্থান্বেষী গোষ্ঠীসহ রাষ্ট্রীয় চাপের মধ্যদিয়ে বিশ্বব্যাপী গণমাধ্যম আজ এক কঠিন সময় পার করছে। শত বাধাঁ-বিপত্তি ও চাপের মুখেও ক্ষুদ্র স্বার্থ ও লাভের উর্ধ্বে গিয়ে জনগণ এবং মানবতার কথা বলাই গণমাধ্যমের কাজ।

শ্রীলংকার রাজধানী কলম্বোতে সম্প্রতি অনুষ্ঠিত সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ক বিশ্ব সম্মেলনে বক্তারা একথা বলেছেন। জনসাধারণের কথা মিডিয়াতে আরো বেশি বেশি তুলে ধরার উপর জোর দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় ‘দি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব নলেজ ম্যানেজমেন্ট’ গত ৫ই এবং ৬ই জুলাই ২০১৮ দুই দিনব্যপী এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে আস্ট্রেলিয়া, বাংলাদেশ, হংকং, মালয়েশিয়া, ভারত, শ্রীলংকা, কাতার, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মিডিয়া বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক এবং জৈষ্ঠ সাংবাদিকগণ  অংশগ্রহণ করেন।

খ্যাতিমান মিডিয়া বিশেষজ্ঞ অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক রবার্ট হাসান সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে তিনটি টেকনিক্যাল সেশনে বেশ কয়েকটি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়।
বিশিষ্ট মিডিয়া গবেষক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগি অধ্যাপক শেখ শফিউল ইসলাম  ‘রাজনৈতিক যোগাযোগ ও গণমাধ্যম’ বিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান, দি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব নলেজ ম্যানেজমেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক ইসাঙ্কা পি. গ্যামেজ; শ্রীলঙ্কার জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি মিরর’র সম্পাদক কেসারা অ্যাবিওয়ারডেনা ও অধ্যাপক রবার্ট হাসান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ড. তৌফিক-ই-এলাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর