× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আফগানিস্তানে সরকারি ভবনে বন্দুক হামলা নিহত ১০

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) জুলাই ১২, ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৫ পূর্বাহ্ন

আফগানিস্তানের একটি সরকারি ভবনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে নিহত হয়েছে ১০ জন। আহত হয়েছে আরো ১০ ব্যক্তি। গতকাল সকালে দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ হামলার ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে শিক্ষা বিভাগের কার্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। সকাল সাড়ে ৯টার দিকে ভবনটিতে প্রবেশ করে তারা। এ সময় দুইটি বড় বিস্ফোরণ ঘটায় তারা।
পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয় বন্দুকধারীদের। কয়েক ঘণ্টা ধরে তা চলে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেন, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত আরো ১০ ব্যক্তিকে ভবনটি থেকে বের করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নানগারহারের শিক্ষা বিভাগের মুখপাত্র আসিফ শিনওয়ারি বলেন, নিহতদের মধ্যে একজন নিরাপত্তাকর্মীও রয়েছেন। হামলার সময় শিক্ষকরা তাদের স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল জমা দিচ্ছিলেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীদের অতর্কিত হামলায় ভবনটির ভেতরে প্রায় অর্ধশত মানুষ আটকা পড়েন। পরে স্থানীয় সময় দুপুর ১টার দিকে নিরাপত্তাকর্মীরা ভবনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে বের করে আনেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি কোনো পক্ষ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর