× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আসিফের ধারাবাহিক চমক

বিনোদন

স্টাফ রিপোর্টার
১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার

চলতি বছর সংগীতাঙ্গনে এ পর্যন্ত সবচেয়ে বেশি চমক নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মারজুক রাসেলের কথা ও সুরে ‘ফু’-এর মতো গান দিয়ে চলতি বছর শুরুটা করেন আসিফ। গানটির অডিওর বাইরে ভিডিওতেও আসিফের পারফরম্যান্স প্রশংসিত হয়। এরপর একে একে ‘দুই দুবার করে’, ‘কসম’, ‘টিপ টিপ বৃষ্টি’, ‘একবার ছুঁয়ে যা হৃদয়’, ‘মুছে দেবো কান্না তোমার’, ‘হৃদয়ের জমানো যত কথা’, ‘তোমার বাইরে’ গানগুলোর মাধ্যমে বছরের প্রথম ছয় মাস শ্রোতা-দর্শকদের অন্যরকম উন্মাদনায় ভাসিয়েছেন আসিফ। এসব গানের ভিডিওতে ভিন্নধর্মী আসিফকেই খুঁজে পাওয়া গেছে। যে চরিত্রে আসিফ কাজ করেছেন, তাতেই শতভাগ মানিয়ে গেছেন। আর সর্বশেষ ‘আগুন পানি’ গানটির মাধ্যমে আরো একবার নিজের চমকের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এই শীর্ষ সংগীত তারকা। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি প্রকাশের পর থেকেই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
এ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তরুণ মুন্সি। আর এর ভিডিও তৈরি করেছেন সৈকত নাসির। এখানে আসিফের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গানটির ভিডিওতে আসিফকে দেখা গেছে একজন ডনের ভূমিকায়, যে কিনা তার বান্ধবী মৌসুমী হামিদের প্রতারণার শিকার হয়। পরে সেই প্রতিশোধও নিয়ে নেয় আসিফ। সব মিলিয়ে গানটি এরই মধ্যে শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। এদিকে আসিফের চমক এখানেই শেষ নয়। বছরের শেষ ছয়মাসও একই রকম ধারাবাহিকতা থাকবে বলেও জানিয়েছেন এ তারকা। এরই মধ্যে নতুন প্রায় ডজন খানেক গান তৈরি হয়ে আছে। এর মধ্যে প্রায় হাফ ডজন গানের ভিডিওর কাজ শেষ করেছেন তিনি। এ গানগুলোতেও ভিন্ন ভিন্ন রূপে হাজির হবেন এ তারকা। এ বিষয়ে আসিফ বলেন, আসলে এখন এক্সট্রা অর্ডিনারি কিছু না হলে শ্রোতা-দর্শক সেটা গ্রহণ করেন না। কারণ, ইন্টারনেটের বদৌলতে বিশ্ব তার হাতের মুঠোয়। সুতরাং, বাংলা গানে শ্রোতা-দর্শকদের ধরে রাখতে হলে সেরকম গানই দরকার। আমিও সেই চেষ্টা করছি। বিভিন্ন কোম্পানির বাইরে নিজের আর্ব এন্টারটেইনমেন্ট থেকেও নিয়মিত গান করছি। বছরের প্রথম ছয় মাস চমকের যে ধারাবাহিকতাটা ছিল, তা বাকি সময়টাতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। কারণ আমি কাজে বিশ্বাসী, বক্তব্যে নয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর