× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটের টুকরো খবর

বাংলারজমিন


১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার

রিকাবীবাজারে কামরানের প্রচারণা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন- উন্নয়নে বিশ্বাসী বলে সিলেটের মানুষ এখন নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। যেখানেই যাচ্ছি মানুষের ভালোবাসা ও দোয়ায় সিক্ত হচ্ছি। আশাকরি আগামী ৩০শে জুলাই সিলেটের মানুষ নৌকার পক্ষে মত দেবেন। বদরউদ্দিন আহমদ কামরান বুধবার দুপুরে সিলেটের রিকাবীবাজার পয়েন্টে গণসংযোগকালে প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান সাহেদ, মুরাদ আহমদ মুরন, আব্দুর রহমান, বদরুল ইসলাম, শ্যামল সিং, শামী আহমদ, নজরুল ইসলাম, হাফিজ আহমদ, সুয়েব আহমদ সহ রিকাবীবাজার এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটে আদেশ উপেক্ষা করে পাকা স্থাপনা
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সরকারি নিষেধ থাকা সত্ত্বেও অবৈধভাবে গড়ে উঠছে পাকা স্থাপনা। একটি সিলেট সড়ক বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে চালিয়ে যাচ্ছে নির্মাণ কাজ। সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের ২য় কিলোমিটারের মৌজা মোমিনখলা জেএল নং-১১১ এর ১০২৮ নং এসএ দাগের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকার সরকারি ভূমিতে পাকা ঘর নির্মাণ করছে ওই চক্র।
সওজের নিষেধ থাকা সত্ত্বেও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠায় এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ৮ই জুলাই সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত ৩৬৮৯ স্মারকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রয়োজনী ব্যবস্থা নেয়ার জন্য আদেশ প্রদান করলেও ওসি রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে।  

গোয়াইনঘাটে মামলা দিয়ে হয়রানি
গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের পূর্ব মহিষখেড় গ্রামের ভূমিহীন কৃষকরা গো-চারণ ভূমি ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। এ বিষয়ে তারা বন বিভাগের জৈন্তিয়া সারি রেঞ্জের কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না।  মহিষখেড় গ্রামবাসী অভিযোগ করে বলেন, জৈন্তিয়া সারি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ ও বিট কর্মকর্তা প্রদীপ সরকারি টাকা উত্তোলন করে লুটপাট করেছেন। এ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তারা। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের মহিষখেড় মৌজার ডিসি খতিয়ানের ১৩৬.৯৮ একর ভূমি এলাকার অনেকে লিজ নিয়ে বোরো ও রবিশস্য ফলানোর উপযোগী করে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। এছাড়াও এলাকার দরিদ্র মানুষজন গো-চারণ ভূমি হিসেবে প্রায় শতবছর থেকে ব্যবহার করছেন। সরকারি খাস এ ভূমি ভোগদখলে থাকা অনেককে সরকারি নীতিমালা অনুযায়ী বন্দোবস্ত প্রদান করা হয়।

দলিত পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। ফেঞ্চুগঞ্জ উপজেলা দলিত পরিষদের উপদেষ্টা লক্ষীন্দর রবিদাস এর সভাপতিত্বে ও সাবুল রবিদাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ মিয়া, বাংলাদেশ দলিত পরিষদ সিলেট বিভাগীয় কমিটি সভাপতি মিলন রবিদাস। শুরুতে গীতা পাঠ ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোরঞ্জন রবিদাস (মুন্না)। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মিনা রানী দাস। বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সুজেস রবিদাস, ফেঞ্চুুগঞ্জ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুরত রবিদাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাবুল রবিদাস, জহরলাল রবিদাস, সুজন রবিদাস, সপ্তমী রানী বুল্লী, নারায়ণ, শাওন, মিলন, রুপলাল রবিদাস, সুজিত রবিদাস (মতি), সামলাল, নিদানী, মহনলাল, মিনা রবিদাস, স্বর্ণলতা প্রমুখ।
স্বাধীনত চিকিৎসা পরিষদ সিলেটের চিকিৎসক সমাবেশ : সিলেট স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কর্তৃক আয়োজিত চিকিৎসা সমাবেশে-২০১৮ বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিলেট স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহমদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বাচিপ’র সদস্য সচিব ডা. এম এ আজিজ চৌধুরী। স্বাচিপ সিলেটের যুগ্ম আহ্বায়ক ডা. বাছিরুল ইসলাম টিপু ও ডা. মোহাম্মদ হোসেন রবিন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। সম্মানীত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, স্বাচিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ আ. ম. ম মিনহাজুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর