× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) আগামী ১৪ই জুলাই শুরু হচ্ছে। ওই দিন সারা দেশে তিন কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল করিম। সিভিল সার্জন আরো বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল চার ফোঁটা ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ৮ ফোঁটা খাওয়ানো হবে। ঢাকা জেলার ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ ২৭ হাজার ৭৭০ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী  আট লাখ ৫ হাজার ২৫ শিশুকে  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ১৮৪টি ইপিএস সেন্টার এবং অতিরিক্ত আরো ১৬০টি সেন্টারে (বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও নৌকা ঘাট) এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে বিদ্যালয়ের শিক্ষক, মাঠ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
তিনি আরো বলেন, একটি শিশুও যেন ভিটামিন এ ক্যাম্পেইন থেকে বাদ না যায়। আমাদের নির্ধারিত টিকাকেন্দ্রে এই ক্যাপসুল দেয়া হবে। সিভিল সার্জন বলেন, বছরে দুবার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। রাতকানা রোগ এখন দেখা না গেলেও রক্তে এর ঘাটতি দেখা যায়। তিনি আরো বলেন, ভিটামিন এ’র ঘাটতি হলে শুধু রাতকানা নয়, ভিটামিন এ’র ঘাটতিজনিত অনেক রোগ হতে পারে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর, সিভিল সার্জন অফিসের চিকিৎসক এবং মূল প্রবন্ধ উপস্থাপক ডা. ফজলুল করিম (রুমি) প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর