× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে আমন্ত্রিত থাই কিশোর ফুটবল টিম

বাংলাদেশ কর্নার

মানবজমিন ডেস্ক
১৫ জুলাই ২০১৮, রবিবার

আগামী দু’মাসের মধ্য লন্ডন যাচ্ছে থাইল্যান্ডে উদ্ধার হওয়া সেই ১২ কিশোর ও তাদের কোচ। ২৪শে সেপ্টেম্বর লন্ডন প্যালাডিয়ামে হবে ‘ফিফা বেস্ট’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মিডিয়ার কাছে এ খবর জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট পৃষ্ঠা ১৭ কলাম ৪

গিয়ান্নি ইনফান্তিনো। লন্ডনের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের সব সেরা পুরুষ ও নারী খেলোয়াড়রা। সঙ্গে থাকবেন শীর্ষস্থানীয় কোচেরাও। ওই অনুষ্ঠানে থাইল্যান্ডের ওই টিমকে রাখা হবে গেস্ট অব অনার হিসেবে। তাদের উদ্ধার করার পর রাখা হয়েছে হাসপাতালে।
ফলে রোববার মস্কোতে আয়োজিত বিশ্বকাপ ফাইনাল দেখতে তারা সেখানে যেতে অপারগ। তাই তাদের এমন সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ইনফান্তিনো। তিনি বলেন, তাদের উদ্ধারের জন্য ৯ দিন ধরে সারা বিশ্ব প্রার্থনা করছিল। প্রার্থনা করছিল তাদের উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত। ঘটনাটি সারা বিশ্বকে স্পর্শ করেছিল। বিশেষ করে যারা ফুটবল পাগল। কারণ, ওই বালকরা ছিল ফুটবলের। আমরা এমনটি ছিলাম। আমাদের বয়স যখন ১২-১৩ বা ১৪ বছর ছিল তখন আমরাও হয়তো এমনটা পাগলামো করেছি। যা হোক শেষটা আনন্দের হয়েছে। ওই কিশোর দল ও তাদের কোচকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলো তারা আসতে পারছে না। তবে, সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠেয় ফিফা বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবে।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর