× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সংখ্যায় বিশ্বকাপ ফাইনাল

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

মানবজমিন ডেস্ক
১৫ জুলাই ২০১৮, রবিবার

আজ ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপ মহাজজ্ঞের। ইতিহাসের অন্যতম সফল বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। নিত্যনতুন চমক আর অঘটনের জন্ম দিয়ে এখন ৩২ দল থেকে ২ দল টিকে আছে। আজ ফাইনাল ম্যাচে কে হাসবেন শেষ হাসি তা জানার আগে জেনে নেয়া যাক সংখ্যায় রাশিয়া বিশ্বকাপ ফাইনাল।


এটাই ক্রোয়েশিয়ার প্রথম বিশ্বকাপ ফাইনাল। এ ফাইনাল ম্যাচ জিততে পারলে এটিই হবে তাদের প্রথম কোন মেজর ট্রফি অর্জন।


গত ৪০ বছরের বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় নতুন দেশ হিসেবে আজ প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে ক্রোয়েশিয়া। এর আগে ফ্রান্স ও স্পেন দুই দেশই প্রথম ফাইনাল ম্যাচেই বিশ্বকাপ জিতে নেয়।


এ বিশ্বকাপে ফ্রান্স মাত্র ৪ টি গোল খেয়েছে।

৪.২
উরুগুয়ের পর ক্রোয়েশিয়াই সবথেকে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছে। ক্রোয়েশিয়ার জনসংখ্যা মাত্র ৪.২ মিলিয়ন।

১৯
বিশ্বকাপে নজরকারা ফ্রেঞ্চ ইয়াংস্টার কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ১৯।
এমনকি, ১৯৯৮ সালে ফ্রান্স যখন বিশ্বকাপ জিতে তখন তার জন্ম ও হয়নি।

২৭
আজ থেকে মাত্র ২৭ বছর আগে রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ছিনিয়ে আনে ক্রোয়েশিয়া।

৬৩
পৃথিবীজুরে ভক্তদের ৬৩ শতাংশই পুরুষ!

১৬৩
২০১৮ রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬৩ টি গোল হয়েছে।

৭৪৭
ফাইনাল ম্যাচের সবথেকে দামি টিকিটটির দাম ৭৮৭ পাউন্ড। তাদের সবগুলোই বিক্রি হয়ে গেছে।

৮১,০০০
বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। স্টেডিয়ামটিতে একসঙ্গে বসে ৮১০০০ দর্শক খেলা দেখতে পারবেন।

২৯ মিলিয়ন
বিজয়ী দল ফিফার থেকে পাউন্ডে ঠিক এই পরিমাণ অর্থ পাবেন।

৩.৪ বিলিয়ন
পৃথিবীর প্রায় ৩.৪ বিলিয়ন মানুষ রাশিয়া বিশ্বকাপ উপভোগ করেছেন।

৪.৬ বিলিয়ন
রাশিয়া বিশ্বকাপ থেকে ফিফা প্রায় ৪.৬ বিলিয়ন পাউন্ড আয় করতে যাচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর