× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পেরিসিচকে নিয়ে মাঠে নামছে ক্রোয়েশিয়া

ইংল্যান্ড থেকে

স্পোর্টস রিপোর্টার মস্কো (রাশিয়া) থেকে
১৫ জুলাই ২০১৮, রবিবার

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে এই লুঝনিকি স্টেডিয়ামেই সমতা সূচক গোলটি করেছিলেন ইভান পেরিসিচ। তার সহযোগিতায় মারিও মানজুকিচের গোলে জয় পায় ক্রোয়েশিয়া। ফাইনালে উঠার ওই ম্যাচের পায়ের মাংশ পেশীতে টান পরে পেরিসিচের। আঘাত এতোটাই গুরুতর ছিলো যে মস্কোর একটি হাসপতালে চিকিৎসাও নিতে হয়েছে এই মিডফিল্ডারকে। ফ্রান্সে বিপক্ষে ফাইনালের আগে তাকে নিয়ে দোটানায় ছিলেন ক্রোয়েট কোচ জ্বালাতকো দালিচ। তাইতো দু’দিন বিশ্রাম দিয়েছিলোন এই তারকা ফুটবলারকে। ক্রোয়েশিয়ান সমর্থকদের জন্য সু-খবর হলো ইভান পেরিচিসকে নিয়ে একাদশ সাজিয়েছেন দালিচ। দু’দিনের বিশ্রামে সেওে উঠেছেন আন্তোনিও গ্রিজমানও।
এরিমধ্যে দুই দলের এই দুই বড় তারকা লুঝনিকিতে গা-গরম করতে নেমে পরেছেন । দু’দলই তাদের সেমিফাইনালের উইংনি কম্মিনেশনে আস্থা রেখেছে।

উল্লেথ্য সেমিফাইনালে ফ্রেন্স ২-০ গোলে বেলজিয়ামকে এবং ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে ক্রোয়েশিয়া।

ফ্রান্স একাদশ : হুগো লসির (গোলরক্ষক, অধিনায়ক), স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, লুকাস হার্নান্দেজ, বেনজামিন পাভার্দ, আন্তোনিও গ্রিজম্যান, এনগোলা কন্তে, পল পগবা, অলিভিয়ের জিরুর,বালিসাস মাদুদি এবং কাইলিয়ান এমবাপ্পে।

ক্রোয়েশিয়া একাদশ : ড্যানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালকো, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, ডোমাগজ ভিদা, ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান পেরেসিচ, ব্রোজোভিচ, মারিও মানজুকিচ, আনতে রাবিচ
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর