× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কত বড় অভিনেতা নেইমার? হলিউড হিরোকে প্রশ্ন

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৮, সোমবার

ব্রাজিল সম্পর্কে দুর্বলতা আছে হলিউড অভিনেতা উইল স্মিথের। তার প্রিয় বন্ধুর নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। আর বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়ায় এসে সেই বন্ধু নেইমারকে নিয়েই বিদ্রূপ হজম করতে হলো তাকে। গতকাল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে অপর দুই গায়ক নিকি জ্যাম ও এরা ইসত্রাফির সঙ্গে মস্কোয় হাজির ছিলেন উইল স্মিথ। আর শনিবার সংবাদ সম্মেলনে অভিনেতা-গায়ক উইল স্মিথকে প্রশ্ন করা হয় তিনি কোন দলের সমর্থক? উত্তরে স্মিথ বলেন, ‘আমি ব্রাজিলে অনেক সময় কাটিয়েছি। এই দলটার প্রতি আমার দুর্বলতা আছে। এই দলটাকে সত্যিই ভালোবাসি। আর নেইমারের সঙ্গেও আমার বিশেষ সম্পর্ক আছে।’ স্মিথ বলেন ‘আমি যখন ছোট ছিলাম, তখন সব সময় পেলের নাম শুনতাম।
তখন থেকেই ব্রাজিলের প্রতি ভালোবাসা জন্মেছে। আর এখন নেইমার আমার অন্যতম প্রিয় খেলোয়াড়।’ এই বিশ্বকাপে খেলার মাঠে সামান্য ধাক্কা খেলেই বার বার পড়ে গিয়েছেন নেইমার। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ঠাট্টা-বিদ্রূপ করা হয়েছে নেইমারকে নিয়ে। এক ব্রাজিলীয় সাংবাদিক উইল স্মিথকে প্রশ্ন করেন, বিশ্বকাপে নেইমারের অভিনয় কেমন লাগলো? জবাবে স্মিথ বলেন, ‘আমি অনেক দিন ধরে এসব সামলেছি। আপনার প্রশ্নের জবাব পাবেন না আমার কাছ থেকে। শুধু বলবো, রাশিয়ায় দারুণ কাজ করেছে নেইমার।’ ব্রাজিলের এক ডিজাইনার ইংরেজি বর্ণমালার ধাঁচে নেইমারের পতনের বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরেছেন। যা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। স্মিথের মন্তব্য, ‘বিশ্ব মঞ্চে কিছু করতে গেলে ভালো, খারাপ দু’রকম পরিস্থিতির মুখেই পড়তে হবে।’ এরপরে নিজের উদাহরণ দিয়ে হলিউড তারকা বলেন, এই ধরুন, অভিনেতা হিসেবে কখনো আমি ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’ করার সুযোগ পেয়েছি, কখনো বা ‘ইন্ডিপেন্ডেন্স ডে’। আর কখনো ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’-এর মতো সিনেমাও করতে হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর