× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

তবু জিরুর হাতেই উঠলো বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ছয় গোল করেও দলকে ফাইনালে তুলতে পারেননি ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এদিকে ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ের জিরু কোনো গোল না করেই জিতে গেলেন বিশ্বকাপ শিরোপা। গোল তো দূরের কথা, গোলবারে অনটার্গেটে একটি শটও করতে পারেননি জিরু। প্রথম ম্যাচেই স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো, লুকাকু টানা দুই ম্যাচে করেছিলেন জোড়া গোল। তবুও তারা পারেনি বিশ্বকাপের ফাইনালে উঠতে। ইংলিশ ক্লাব চেলসিতে খেলা জিরু ফ্রান্সের হয়ে বিশ্বকাপের আগে ৭৪ ম্যাচে ৩১ গোল করেন।

বিশ্বকাপ শেষে তার নামের পাশে ম্যাচ সংখ্যা এখন ৮১, তবে গোল ৩১টিই রয়ে গেছে। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ৬ ম্যাচে মাঠে নামেন জিরু, শট নিয়েছেন ১৩ টি, যার একটিও গোলবার বরাবর ছিল না।
আশ্বাস দিয়েছিলেন ফাইনালে গোল করবেন। কিন্তু সেই আশ্বাসটা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি অলিভিয়ের জিরু। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কেবল খেলা হয়নি তার।

এরপর পেরু ম্যাচ থেকে শুরু করে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্যন্ত সব ম্যাচে ফ্রান্সের প্রথম একাদশেই ছিলেন জিরু। পুরো টুর্নামেন্টে মোট ৫৪৬ মিনিট খেলেছেন। জিরু গোল না পেলেও গোল রয়েছে চ্যাম্পিয়ন ফ্রান্স দলের ক্রিস্টিয়ান পাভার্ড, স্যামুয়েল উমতিতির মতো ডিফেন্ডারদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর