× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মোদীর বিকল্প নেই মানতে নারাজ অমর্ত্য সেন

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) জুলাই ২০, ২০১৮, শুক্রবার, ১১:৪৬ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর কোনও বিকল্প নেই বলে যে কথাটা প্রচার করা হচ্ছে তা মানতে নারাজ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গত বৃহষ্পতিবার এক টিভি চ্যানেলে ভারতের নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমারের মুখোমুখি হয়ে অমর্ত্য সেন বলেছেন, সঙ্কটের সময়ে বহু গুরুত্বপূর্ণ নেতা উঠে আসার ঐতিহ্য রয়েছে এই মহান দেশের। কারও কোনও বিকল্প নেই, এই ধারণা ঠিক নয়। তবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিকল্প নেতা কিনা সেই প্রশ্নের উত্তরে অমর্ত্য বলেছেন, রাহুলই বিকল্প কিনা, তা বলা যায় না। তবে রাহুলের প্রতিভা রয়েছে। উদ্যমও আছে। হতে পারে তিনিই উঠে এলেন। আবার অন্য কোনও নেতাও উঠে আসতে পারেন।
মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে অমর্ত্য সেন বরাবরই সরব। এই বিরোধতিার কারণেই সম্পতি রাজবি কুমার অমর্ত্য সেন সম্পর্কে মন্তব্য করেছেন যে. অমর্ত্য দেশে বিশেষ থাকেন না বলেই সরকারের জনমুখী কাজকর্ম সম্পর্কে অবহিত নন। তবে এই সমারোচনার উত্তর দিয়েছেন অমর্ত্য সেন। তিনি রাজবিকুমারকে মুখের উপর বলেছেন, তিনি বছরের বেশ কিছু সময় তিনি শান্তিনিকেতনেই কাটান। দেশের খবরাখবরও রাখেন। অমর্ত্য সেন জানিয়ে দিয়েছেন যে,  রাজীব কুমার উন্নয়নের যে সব সরকারি পরিসংখ্যান দিচ্ছেন, তার সঙ্গে বাস্তবের অনেক ফারাক। মৌলিক নাগরিক সুবিধার সূচকগুলিতে তাইল্যান্ড-মালয়েশিয়া তো বটেই, অনেক ক্ষেত্রে বাংলাদেশও ভারতকে পেছনে ফেলেছে। আর বিদ্যুৎ বণ্টন বা ১০০ দিনের কাজের মতো যে সব বিষয়ে এই সরকার সাফল্য দাবি করছে, তা আসলে আগের সরকারগুলির কাজের ধারাবাহিকতা। অমর্ত্য সেন আরও বলেছেন, এই সরকারের আমলে সংখ্যালঘু ও দলিতরা সন্ত্রস্ত। পিটিয়ে মারার ঘটনার বাড়বাড়ন্তে প্রমাণ হয়েছে, গণতন্ত্রের জায়গা নিচ্ছে জনতাতন্ত্র (মবোক্র্যাসি)। শিল্প-সংস্কৃতির স্বাধীনতাও খর্ব করা হচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ দাবি করেছেন,  এই সব নিয়ে অর্থবহ উন্নয়ন হয় না। তবে জানিয়েছেন, তিনি হতাশ নন। কেন না, সঙ্কট পার হওয়ার অভিজ্ঞতা এ দেশের মানুষের রয়েছে। মানুষই পথ খুঁজে নেবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর