× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: বিএনপি

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার
২৩ জুলাই ২০১৮, সোমবার

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার সঙ্গে শনিবার তার স্বজন ও আইনজীবীদের সাক্ষাতের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আমরা যতটুকু জেনেছি, দেশনেত্রী খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ। তার জ্বর ও শরীরে প্রচণ্ড ব্যথা কোনোভাবে কমছে না। অসুস্থতার কারণে তিনি নিচের তলায় নেমে দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে পারছেন না। খালেদা জিয়ার শারীরিক সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি আরো বেড়েছে। গতকাল তার স্বজন ও আইনজীবীরা উপরে গিয়ে এটা প্রত্যক্ষভাবে দেখে এসেছেন। তিনি বলেন, কারাগারে অবর্ণনীয় কষ্টে রাখার জন্যই তাঁর অসুস্থতা দিনকে দিন বাড়ছে। বারবার ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানানো হলেও সরকার ভ্রূক্ষেপহীন ও উদাসীন।
যেন শারীরিকভাবে যন্ত্রণা দিতেই তাঁকে কারাগারের লাল দেয়ালের মধ্যে আটকে রাখা হয়েছে। এটা যেন এক ভয়াবহ প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্য নিয়েই পরিকল্পনা প্রণয়ন করে এখন তা বাস্তবায়ন করা হচ্ছে। খালেদা জিয়ার ওপর সরকারপ্রধানের ‘প্রতিহিংসা’ এক অশুভ অপশাসনের বার্তা দেয়। এ সময় খালেদা জিয়াকে অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁঁইয়া, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, শামসুজ্জামান সরুজ, আমিনুল হক, হাফেজ আবদুল মালেক ও শাহ মো. নেসারুল হক উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর