× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সাভার-আশুলিয়ায় চারদিনে হাজার মামলা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১০ আগস্ট ২০১৮, শুক্রবার

ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে ঢাকা জেলা ট্রাফিক পুলিশ গত চারদিনের অভিযানে সাভার ও আশুলিয়ায় লাইসেন্স, ফিটনেস ও আনুষঙ্গিক ত্রুটির কারণে প্রায় এক হাজার মামলা দায়ের করেছেন। গত সোমবার থেকে ট্রাফিক পুলিশের এ অভিযান চলছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ। গতকাল চতুর্থ দিন ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর, সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, ইসলামপুর ও আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলসহ ছয়টি স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানে ট্রাফিক পুলিশ দূরপাল্লার বাস ও স্থানীয় পরিবহনসহ, প্রাইভেটকার, মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে। এ সময় পুলিশ মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখেন। সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে তারা সড়কে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত গত চারদিনে ট্রাফিক আইন ভঙের দায়ে প্রায় এক হাজার মামলা করা হয়েছে। অভিযানে রোভার স্কাউটের সদস্যরা ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ট্রাফিকদের সহযোগিতা করছেন বলেও জানান এই ট্রাফিক পুলিশ কর্মকর্তা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর