× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ, ৩ পুলিশ আহত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
১০ আগস্ট ২০১৮, শুক্রবার

রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী পুলিশি অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ মানিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামসহ তিনজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গত বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মুক্তারপুর বালুমহলের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিতে আহত মানিক উপজেলার গৌরশহর নতুনপাড়া গ্রামে শাহাবুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে ১৬টি মামলা রয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান বলেন, ফেনসিডিল চোরাচালানের খবর পেয়ে রাতে চারঘাট থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশি অস্ত্র দিয়ে তারা (মাদক ব্যবসায়ী) পুলিশের ওপর হামলা চালায়।
পরে পুলিশে আত্মরক্ষার্থে গুলি চালালে মানিক গুলিবিদ্ধ হয়। কয়েক মিনিট পুলিশের সাথে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি গুলির খোসা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসআই শরিফুল ইসলাম বাদি হয়ে মামলা তিনটি দায়ের করেন। এরমধ্যে একটি মামলা পুলিশের ওপর হামলা এবং অন্য দু’টি অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয় বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর