× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

দৃষ্টান্ত

রকমারি

জহুরুল ইসলাম
১০ আগস্ট ২০১৮, শুক্রবার

‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সমপ্রতি হয়ে যাওয়া শিশু-কিশোরদের আন্দোলন আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকলো। প্রচলিত অনিয়মগুলো তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো। সেই সঙ্গে আইন মেনে, নিয়ম-শৃঙ্খলা মেনে চলার বিষয়টিও বুঝিয়ে দিলো। তারা দেখিয়েছে রাজধানীর ব্যস্ততম সড়কে কত চালক লাইসেন্স ও কত যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় চলাচল করে। এ ছাড়াও দেখিয়েছে জরুরি লেনসহ সারিবদ্ধভাবে যানবাহন চলাচলের সুবিধা। নতুন প্রজন্ম নিয়ে চারদিকে যে হা-হুতাশ ছিল সেই গ্লানি থেকেও তরুণেরা নিজেদের বের করতে পেরেছে এ আন্দোলনে। বাংলাদেশের ইতিহাসে অহিংস এক আন্দোলনের নতুন অধ্যায়। এ আন্দোলন উদাহরণ হয়ে থাকবে বহুদিন।
কিন্তু এত পরিচ্ছন্ন আন্দোলনকে রাজনীতির কালিমালিপ্ত করা হয়েছে যা খুবই দুঃখজনক। একপক্ষ এই আন্দোলনকে সামনে রেখে ফায়দা লুটতে চাইলো আরেকপক্ষ করলো অমানবিক দমন-পীড়ন। সুন্দরভাবে শুরু হওয়া অরাজনৈতিক আন্দোলনটি রাজনৈতিক মারপ্যাঁচে কিছুটা হলেও শ্রী হারালো, যা আমাদের জন্য লজ্জার।

লিখেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষার্থী জহুরুল ইসলাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর