× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শহিদুলের মুক্তির দাবিতে সরব ভারতের সাংবাদিকরা

এক্সক্লুসিভ

কলকাতা প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, শুক্রবার

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে সরব ভারতের সাংবাদিক ও আলোকচিত্রীরা। কলকাতায় সাংবাদিকরা বুধবার নীরব প্রতিবাদে শামিল হয়েছিলেন। তাদের হাতের পোস্টারে লেখা ছিল, শহিদুলের মুক্তি চাই। ভারতের সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন দি এডিটরস গিল্ড অব ইন্ডিয়া গতকাল এক বিবৃতিতে শহিদুলের পাশে দাঁড়িয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
ইন্ডিয়ার উইমেন প্রেস করপস, প্রেস ক্লাব অব ইন্ডিয়া, সফদার হাশমি মেমোরিয়াল ট্রাস্টের মতো সংগঠন শহিদুলকে অবৈধভাবে আটক রাখার ও অত্যাচারের নিন্দা করেছে। সেই সঙ্গে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শহিদুলের মুক্তির দাবি জানিয়েছে। ভারতের কালচারাল ফোরামও শহিদুলকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে। তারা এক বিবৃতিতে শহিদুলের নিঃশর্ত এবং সম্মানজনক মুক্তির দাবি জানিয়েছে।
ভারতের খ্যাতনামা আলোকচিত্রী, শিল্পী ও লেখকরা মুক্তির দাবি জানিয়ে স্বাক্ষর অভিযানও শুরু করেছে। গতকাল মুম্বইয়েও সাংবাদিকরা শহিদের বেআইনি গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত তার মুক্তিও দাবি করা হয়েছে। এর আগেই ভারতের খ্যাতনামা আলোকচিত্রী রঘু রাই শেখ হাসিনাকে এক খোলা চিঠিতে শহিদুলকে শাস্তি না দেবার আবেদন জানিয়েছেন। কলকাতার ছাত্র সমাজও শহিদুলসহ সব আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি তুলেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর