× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টিকিট কালোবাজারি বন্ধে জামালপুরে বিশেষ অভিযান

বাংলারজমিন

জামালপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, শুক্রবার

ঈদে টিকিট কালোবাজারি বন্ধ, স্টেশন এলাকায় অবৈধ দোকানপাট ও হকারদের উৎপাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জামালপুর জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে জামালপুর রেলওয়ে স্টেশনের উপদেষ্টা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় যাত্রীদের হয়রানি বন্ধ, টিকিট কালোবাজারি বন্ধ ও অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। উপদেষ্টা কমিটির সভাপতি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কবির উদ্দিনের সভাপতিত্বে সভায় জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জামালপুর সচেতন নাগরিক কমিটির সহসভাপতি শফিক জামান, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান ডন, উন্নয়ন ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, টিআইবি জামালপুরের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান, জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান, জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পণ্ডিত, রেলওয়ের উপসহাকারী প্রকৌশলী (পূর্ত) রেজাউল ইসলাম, রেলওয়ে বুকিং ইনচার্জ গোলাম মুর্তুজা, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ উজ্জ্বল মাহমুদ, সাংবাদিক বিশ্বজিৎ দেব টুটুল, আনোয়ারুল ইসলাম মিলন, মোস্তাফিজুর রহমান কাজল, রবিউল হাসান লায়নসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর