× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভাঙ্গুড়ায় ভিজিএফের নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

বাংলারজমিন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, শুক্রবার

পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় বৃহস্পতিবার ভিজিএফ কর্মসূচির আওতায় নিম্নমানের চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। কার্ডধারীরা এসব চাল পশুপাখির খাবার হিসেবে ব্যবহার করছেন। পৌর কার্যালয় সূত্রে ও সরজমিন দেখা যায়, বৃহস্পতিবার ভাঙ্গুড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৫০ জন কার্ডধারীর মধ্যে ২০ কেজি করে ৯২ হাজার ৪২০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। এসময় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জোসনা পারভীনের উপস্থিতিতে ভিজিএফের চাল নিতে আসা কয়েকজন কার্ডধারী বলেন, এসব চাল খাওয়ার অনুপযোগী। চালের ভেতরে ২০ ভাগ চাল ফুটে গেছে এবং চালে ছোট ছোট দলা বেঁধে গেছে। তারা এসব চাল গরু, মুরগি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহার করবেন। তবে কাউন্সিলর জোসনা পারভীন জানান, তিনি নিম্নমানের চাল নিতে চাননি। কিন্তু গুদাম কর্মকর্তা জোর করে দিয়েছেন।
এ বিষয়ে ভিজিএফের চাল বরাদ্দের কাজে নিয়োজিত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী মণ্ডল জানান, সব কেন্দ্রে যাওয়া সম্ভব হয়নি বলে তিনি কিছু বলতে পারবেন না। নিম্নমানের চাল বিতরণের অভিযোগের বিষয়ে প্যানেল মেয়র আব্দুর রহিম বলেন, ‘উপজেলা খাদ্য গুদামের মেঝেতে থাকা কিছু নিম্নমানের চাল দিয়েছে। এখানে আমাদের কিছু করার নেই।’ ভাঙ্গুড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরীফুল ইসলাম বলেন, ’ভিজিএফের জন্য বিতরণকৃত চাল ইন্ডিয়া থেকে আমদানি করা। বস্তায় ভালো কিংবা খারাপ চাল আছে কি না, তা আমাদের দেখার সুযোগ নেই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর