× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চিলমারীতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু প্রতিবাদে বিক্ষোভ

বাংলারজমিন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, শুক্রবার

চিলমারীতে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ এনে ডাক্তারের বিচারসহ অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে রোগীর স্বজনসহ এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছা. মোস্তারি বেগমের অবহেলায় রোগীর মৃত্যুর হয়েছে বলে মৃতের স্বজন ও এলাকাবাসী জানান।
‘হাসপাতালে ডাক্তার চাই, চাই প্রয়োজনীয় যন্ত্রপাতি, যে হাসপাতালে ডাক্তার নাই সে হাসপাতালের দরকার নাই, ডাক্তার মোস্তারি বেগমের বিচার ও অপসারণ চাইসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার পর পরই হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এর আগে তারা বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হন থানাহাট আদর্শ বণিক কল্যাণ সংস্থার ধর্ম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বড় কুষ্টারী এলাকার রওশন আলী। তাকে চিলমারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোস্তারি বেগমকে জরুরি বিভাগে আসতে বলেন। রোগীর স্বজনরাও তাকে মোবাইল ফোনে ও বাড়িতে গিয়ে বারবার হাসপাতালে আসতে বলেও তিনি দীর্ঘ্য সময় পর ক্যাম্পাসারের বাসা থেকে হাসপাতালে এসে রোগীকে মৃত ঘোষণা করেন বলে স্বজনরা জানায়। ডা. মোস্তারি বেগম তাৎক্ষণিক বাসা থেকে বের হয়ে রোগীকে প্রাথমিক চিকিৎসা না দেয়ায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে স্বজন ও এলাকাবাসীর দাবি। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ডা. মোস্তারি বেগমের অপসারণ ও বিচারের দাবি করে রাতেই বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় চিলমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম সবাইকে শান্ত থাকার কথা বলেন এবং তাদের মুখে অভিযোগ শোনেন এবং তা ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানাবেন বলেও জানান। এদিকে পরদিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চিলমারী-কুড়িগ্রাম সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ মো. মাহফুজার রহমান মঞ্জু, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আব্দুল আউয়াল, ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, মামুনুর রশীদ ও গোলাম মাহবুব বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর