× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ইউসিএলের সেরা ফরোয়ার্ডের তালিকায় রোনালদো-মেসি-সালাহ

খেলা

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৮, শুক্রবার

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ। আর গতবারের মতো এবারো তালিকায় আধিপত্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের। কিয়েভে গত মে মাসে ফাইনালে গ্যারেথ বেলের জোড়া গোলে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতে রিয়াল। তবে ফাইনালে জোড়া গোল করা গ্যারেথ বেলের জায়গা হয়নি এই তালিকায়। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও ইউয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকদের ভোটে করা হয়েছে এই তালিকা। ইউরোপ সেরার প্রতিযোগিতায় প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে গতবার থেকে চারটি পজিশনের প্রতিটির জন্য করা হচ্ছে তিন জনের সংক্ষিপ্ত তালিকা। গোলরক্ষকদের তালিকায় জায়গা পেয়েছেন রিয়ালের কেইলর নাভাস, সম্প্রতি রোমা থেকে লিভারপুলে নাম লেখানো অ্যালিসন বেকার ও জুভেন্টাস থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমানো জিয়ানলুইজি বুফন। ডিফেন্ডারদের তিন জনই রিয়ালের মার্সেলো, রাফায়েল ভারানে ও অধিনায়ক সার্জিও রামোস।
মিডফিল্ডারে তিন জনের দুই জন রিয়ালের লুকা মদরিচ ও টনি ক্রুস। অপর জন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। আগামী ৩০শে আগস্ট ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের নাম।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর