× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গাংনীতে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলারজমিন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, শনিবার

গাংনী উপজেলার চেংগাড়া গ্রাম থেকে লিপি খাতুন (২৭) নামের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লিপি খাতুন চেংগাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী ও কুষ্টিয়া ডা. মান্নান হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র নার্স। গতকাল দুপুর ১২টার দিকে স্বামীর ঘরের আড়ার সঙ্গে লিপির ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা।
স্থানীয়রা জানান, লিপি কয়েকদিনের ছুটি নিয়ে স্বামীর বাড়িতে আসেন। দুপুরের দিকে স্বামীর ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশী কয়েকজন মহিলা। গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
লিপির মামাতো বোন লিনা খাতুন জানান, আমার মামা চৌগাছা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে লিপি খাতুনের সঙ্গে ১ বছর আগে বিয়ে হয় আব্দুস সামাদের। বিয়ের পর সামাদ যৌতুক হিসেবে ১ লাখ টাকা নেয়। গত কয়েকদিন ধরে সে আবারো যৌতুক হিসেবে ২ লাখ টাকা দাবি করে। এ দাবিকৃত টাকার ব্যাপারে লিপির সঙ্গে সামাদের মনোমালিন্য হয়।
সামাদ যৌতুক না পেয়ে লিপিকে শ্বাসরোধে হত্যার পর নিজের দায় এড়াতে গলায় ওড়না পেঁচিয়ে রেখে পালিয়ে যায়। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর