× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


১১ আগস্ট ২০১৮, শনিবার

এনটিভিতে ‘যখন কখনো’
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘যখন কখনো’। নাটকটি প্রতি সপ্তাহের শনি ও রোববার প্রচার হচ্ছে। সোহান খানের রচনায় এটি পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন। অভিনয় করেছেন ফেরদৌসী রহমান, আবুল হায়াত, দিলারা জামান, আফরোজা বানু, জাকিয়া বারী মম, প্রভা, মৌসুমী হামিদ, প্রসূন আজাদ, নিসা, সামিয়া, ইন্তেখাব দিনার, রওনক হাসান, আজাদ আবুল কালাম, মারজুক রাসেল, মনোজ কুমার প্রমুখ।
বাংলাভিশনে ‘আকাশে মেঘ নেই’
বাংলাভিশনে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আকাশে মেঘ নেই’। রচনা করেছেন ফেরারী ফরহাদ আর পরিচালনায় রয়েছেন রাশেদ রাহা। নাটকটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান, আনিসুর রহমান মিলন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, অপর্ণা, তাজিন আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজমেরী আশা, প্রাণ রায়, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরি আলম, ফারুক আহমেদ, রিফাত চৌধুরী, শবনম পারভীন, নুসরাত জাহান খান নিপা, মুন, মৌমি, ইকবাল প্রমুখ।
আরটিভিতে ‘সেন্টিমেন্টাল সেলিম’
আরটিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সেন্টিমেন্টাল সেলিম’। এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, তানজিকা, সাজু খাদেম, নাফিসা কামাল ঝুমুর, আরফান, মনসুর আলী, ফেরদৌসী আহমেদ লিনা, নদীসহ, তাসনুভা এলভিন প্রমুখ।
চ্যানেল নাইনে ‘বহে সমান্তরাল’
চ্যানেল নাইনে প্রচার হচ্ছে পারিবারিক গল্পের ধারাবাহিক নাটক ‘বহে সমান্তরাল’।
নাটকটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ শ্যামল ভাদুড়ীর। পি-আর প্রোডাকশন প্রযোজিত এ ধারাবাহিক নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন শ্যামল ভাদুড়ী ও তুষার খান। এটি ডেইলিসোপ হিসেবে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ৬ দিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হয়। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ, শিশির, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, নাফিসা চৌধুরী নাফা, শেলী আহসান, সমাপ্তি, লীনা আহমেদ, আফরি সেলিনা আফরি, শেখ মাহবুবুর রহমান প্রমুখ।
দীপ্ত টিভিতে ‘মধ্যবর্তিনী’
দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী’। নাটকটি শনি ধেকে বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় (রিপিট) প্রচার করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্প ‘মধ্যবর্তিনী’ থেকে অনুপ্রাণিত ধারাবাহিকটি রচনা করেছেন আহমেদ খান হীরক, পরিচালনা করেছেন রাজু খান। এতে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলাসহ আরো অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর