× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

নারায়ণগঞ্জ এলজিইডি অফিসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১১ আগস্ট ২০১৮, শনিবার

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নারায়ণগঞ্জ এলজিইডির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের চাঁদমারিতে এলজিইডি অফিসের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছোটদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, এবং ১৫ই আগস্ট বাংলাদেশের রক্তাক্ত বুক এই তিনটি ক্যাটাগরিতে চিত্রাঙ্ককন প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী, নারায়ণগঞ্জ, এ কে এম আনিছুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী, এ বি এম খোরশেদ আলম, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. এহসানুল হক, বন্দর উপজেলা প্রকৌশলী মো. রাজি উল্লাহ প্রমুখ। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সামছুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, স্থানীয় নিউক্লিয়াস স্কুলের শিক্ষক সেলিম রেজা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর