× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীরা চিহ্নিত: আইজিপি

দেশ বিদেশ

চাঁদপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, শনিবার

সম্প্রতি নিরাপদ সড়কের ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, ইতিমধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি। বাকি যারা জড়িত ও ইন্ধনদাতা আছে তাদের আমরা অচিরেই আটক করে এর কাজ শেষ করবো। চাঁদপুরে গতকাল সাংবাদিকদের তিনি গতকাল এসব কথা বলেন। এরআগে তিনি সেখানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন। চাঁদপুর পুলিশ লাইনসে নতুন বাজার পুলিশ ফাঁড়ি, নারী পুলিশ ব্যারাক ও চাঁদপুর পুলিশ লাইনস জামে মসজিদের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলী, ট্রাফিক বিভাগের টিআই নাছির উদ্দিন আহমেদ, নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল মোস্তফা প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের খতিব মাওলানা আবদুল সালাম।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর