× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লর্ডসে ইতিহাসের অপেক্ষায় অ্যান্ডারসন

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৮, শনিবার

আর মাত্র এক উইকেটে পেলেই ইতিহাস গড়বেন জেমস অ্যান্ডারসন। শুক্রবার লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন আগুন ঝড়িয়েছেন ইংলিশ এই পেসার। তার বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় ভারত। ৫ উইকেটে শিকার করেন অ্যান্ডারসন। লর্ডসে এই ডানহাতি পেসারের উইকেট সংখ্যা এখন ৯৯। অর্থাৎ লর্ডসে আর মাত্র ১ উইকেট পেলেই অনন্য এক সেঞ্চুরি গড়বেন তিনি। লডর্সে সর্বাধিক টেস্ট উইকেট শিকারের তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে অ্যান্ডারসন। তার পরের অবস্থানে আছেন স্বদেশি স্টুয়ার্ট ব্রড।
ভারতের বিপক্ষে প্রথম ইনিংস শেষে দুজনের উইকেট ব্যবধান ২০। অ্যান্ডারসনের যেখানে ৯৯, ব্রডের সেখানে ৭৯। শুক্রবার অ্যান্ডারসন ক্যারিয়ারে ২৬তম বারের মতো ৫ উইকেটের কৃতিত্ব দেখান। লর্ডসে ওয়ানডেতেও সর্বাধিক উইকেট শিকারের সংখ্যায় দ্বিতীয় স্থানে অ্যান্ডারসন। এই মাঠে ১৯ উইকেট নিয়েছেন ওয়ানডেকে বিদায় বলা এই পেসার। ২৭ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে ড্যারেন গফ। ১৩৯ টেস্টে ৫৪৯ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। যা ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক। চলমান টেস্টেই ১ উইকেট নিলে যেমন লর্ডসে ১০০ উইকেটর মাইলফলক হবে অ্যান্ডারসনের, তেমনি ৫৫০তম উইকেটও শিকার হবে একই সঙ্গে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর