× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে আগুনে পুড়ে শেকলে বাঁধা এক যুবকের মৃত্যু, নিখোঁজ ২

অনলাইন

চট্টগ্রাম প্রতিনিধি
(৫ বছর আগে) আগস্ট ১২, ২০১৮, রবিবার, ২:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের সাত নম্বর সড়কে বস্তিতে আগুন লেগে রবিউল আলম (৩২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আগুনে পুড়ে মারা গেছেন। তিনি বস্তির একটি ঘরে শেকলবন্দি অবস্থায় ছিলেন। আজ রোববার সকাল পৌনে ১১ টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। শিকল বাঁধা থাকায় আগুন লাগার পর ঘর থেকে বেরোতে পারেননি রবিউল। আগুনের তীব্রতাও এত বেশি ছিল, তাকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বস্তির সব ঘর পুড়ে শেষ। পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর তারা দগ্ধ হয়ে প্রাণ হারানো রবিউল আলমের লাশ উদ্ধার করে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (মিডিয়া) জসিম উদ্দিন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতির ৩৬টি কাঁচা ঘর পুড়ে গেছে। মানসিক প্রতিবন্ধি এক যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।  
তিনি বলেন, বস্তির একটি ঘরে রবিউল নামে মানসিক প্রতিবন্ধী এক যুবককে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পরে তার আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরে জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর