× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

আদালত ভবনে হ্যান্ডকাপ খুলে আসামি পলাতক

অনলাইন

চট্টগ্রাম প্রতিনিধি
(৫ বছর আগে) আগস্ট ১৪, ২০১৮, মঙ্গলবার, ৭:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগর আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে হ্যান্ডকাপ খুলে পালিয়েছে মাদক মামলার এক আসামি। আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোহেল রানা নামে ওই আসামিকে গত ১৭ই জুলাই আকবর শাহ থানা এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।

পুলিশ জানায়, পলাতক সোহেল রানাসহ তিনজনকে মাদক মামলায় পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানার এসআই ফখরুল ইসলাম। চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন তাকে অতিরিক্ত উপ-কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। তদন্ত কর্মকর্তা তিন আসামিকে নিয়ে অতিরিক্ত উপ কমিশনারের কক্ষে যাওয়ার পথে সোহেল রানা হ্যান্ডকাপ খুলে দৌড়ে সাধারণ লোকজনের সাথে মিশে গিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ জানান, এজলাসের হাজতখানা থেকে তিন আসামিকে বুঝে নিয়ে আকবর শাহ থানার এসআই ফখরুল ইসলাম ও তার সঙ্গে একজন কনস্টেবল অতিরিক্ত উপ-কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে যাচ্ছিলেন। এ সময় তাদের হেফাজত থেকে মাসুদ রানা পালিয়ে যায়। এ ঘটনায় আদালত পুলিশের দায় নেই।

তবে আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন জানান, এজলাসের হাজতখানা থেকে আসামি নিয়ে অতিরিক্ত উপ-কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে থানা পুলিশের কাছে হস্তান্তর করবে আদালত পুলিশ, এটাই নিয়ম। সেখান থেকে আসামি পালিয়ে গেলে থানা পুলিশ দায়ী থাকতো।
সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন দিতে অতিরিক্ত উপ-কমিশনারকে (প্রসিকিউশন) নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর