× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

জেরুজালেমে আরো ২০,০০০ বসতি স্থাপনের ঘোষণা ইসরাইলের

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) আগস্ট ১৬, ২০১৮, বৃহস্পতিবার, ১২:৪৫ অপরাহ্ন

জেরুজালেমে নতুন করে আরো ২০,০০০ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরাইল। বুধবার জেরুজালেম কর্তৃপক্ষ এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী, অবরুদ্ধ জেরুজালেমে নতুন আবাসিক এলাকা থেকে শুরু করে হোটেল ও শিল্প প্রতিষ্ঠান নির্মান করা হবে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।
খবরে বলা হয়েছে, ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরাইল জেরুজালেমের যে অংশ দখল করেছিল সে অংশেই নতুন করে ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে আবাসিক এলাকা হবে ৬৫ শতাংশে ও বাকি ৩৫ শতাংশে শিল্প কারখানা ও হোটেল নির্মান করা হবে। এ প্রকল্পে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে দেড় বিলিয়ন ইসরাইলি শেকেল (৩৮০ মিলিয়ন মার্কিন ডলার)। এ বিষয়ে জেরুজালেমের মেয়র নির বরকত এক বিবৃতিতে বলেন, এটি জেরুজালেমের জন্য ঐতিহাসিক দিন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংকটের কেন্দ্রেই রয়েছে জেরুজালেম।
ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী মনে করা হয় পূর্ব জেরুজালেমকে। এ এলাকাটি ইসরাইল দখল করে নিয়ে এখানে বসতি স্থাপন করে চলেছে। এতে ভবিষ্যতে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা অসম্ভব হয়ে পরবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরকে দখলকরা অঞ্চল বলে বিবেচনা করা হয়। এখানে নির্মান করা সব ইহুদি বসতি তাই আন্তর্জাতিন আইন অনুযায়ী অবৈধ। কিন্তু ইসরাইল আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে এ অঞ্চলে ইহুদি বসতি নির্মান করেই চলেছে। যা অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার পথে অন্যতম বাঁধা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর