× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেনীতে শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাংলারজমিন

ফেনী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, শনিবার

ফেনীতে আলাউদ্দিন (৩৮) নামে এক শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের দক্ষিণ মধুয়্যাই গ্রাম থেকে পুলিশ আলাউদ্দিনের লাশ উদ্ধার করে। নিহত আলাউদ্দিন ওই এলাকার আলী নবাবের ছেলে ও মহিপাল শ্রমিক লীগের সভাপতি। নিহতের শ্যালক মিজানুর রহমান জানায়, ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বালিগাঁও ইউনিয়নের দক্ষিণ মধুয়াই গ্রামে শোক দিবসের মাইক বাজানো ও কাঙালি ভোজের কাজ করেন শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন। এ সময় আলাউদ্দিনের স্ত্রী ও ছেলে মেয়েরা শ্বশুর বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ির গোয়াল ঘরের পাশে আলাউদ্দিনকে বসে থাকার মতো অবস্থায় দেখতে পায় বৃদ্ধ মা। পরে তার কাছে গিয়ে দেখে গলায় ফাঁস লাগানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম নিয়ে নিথর অবস্থায় পড়ে রয়েছে আলাউদ্দিন।
এ সময় বৃদ্ধ মা’র শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরিবারের লোকজনের ধারণা করছে দুর্বৃত্তরা আলাউদ্দিনকে অন্য কোথাও পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর রাতের কোনো এক সময় লাশ ঘরের পাশে বসে থাকার মতো করে রেখে পালিয়ে যায়।
আলাউদ্দিনের স্ত্রী বিবি ফাতেমা বলেন, তার স্বামীর সঙ্গে কারো কোনো পূর্ব বিরোধ ছিল না। কারা কেন তার স্বামী আলাউদ্দিনকে হত্যা করে লাশ ঘরের পাশে রেখে গেছে সে বিষয়ে তিনি কিছুই ধারণা করতে পারছেন না।
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, শ্রমিক লীগ নেতা আলাউদ্দিনকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হত্যা করেছে। তিনি দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ মো. রাশেদ খান চৌধুরী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর