× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আদালতের নির্দেশের পরও দখলমুক্ত হয়নি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
১৮ আগস্ট ২০১৮, শনিবার

ময়মনসিংহ সদর উপজেলা এলাকায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত অসহায় একটি পরিবার। গতকাল সকাল ১১টায় ময়মনসিংহ সিটি প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন অসহায় হতদরিদ্র পরিবারটি। তারা ন্যায়বিচারের জন্য বিষয়টি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। লিখিত বক্তব্যে শাহিনুর আক্তার বলেন, ১০ বছর ধরে ময়মনসিংহ সদরের বয়ড়া ইউনিয়নের বয়ড়া ভালুক মৌজা ৬০২ দাগের ৪১ শতাংশ ভূমি আমির আলীর  ছেলে সেলিম মিয়া, পুত্রবধূ শাহিদা বেগম ও মামলার বাদী আব্দুল জলিলের ছেলে আবুল কাশেম গং ভোগ দখল করে আসছেন। ওই জমিতে পারিবারিক কবরস্থান, টিনের চালা ঘর, ফলদ ও বনজ বৃক্ষাদি বর্তমান। ৮/৯ মাস আগে সেলিম মিয়ার চাচা নৈমুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ দেখা দিলে আমির আলীর ছোট ভাই আব্দুল জলিল ও ওয়ারিশ সেলিম মিয়া গং ময়মনসিংহের আদালতে মামলা করেন। কিন্তু এইচডিএফসি সিসিন পাওয়ার লি. নামে একটি প্রতিষ্ঠান ওই জমির ৩০ শতাংশ ক্রয় করেছেন মর্মে মামলায় বিবাদী পক্ষ হয়ে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার দাবি জানালে, আদালত শুনানি শেষে বাদীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। পরে বাদীগণ আপিল করলে শুনানি শেষে একই আদালত (৫/৮/১৮) তারিখে বাদীপক্ষে আগের আদেশ ‘ভেকেট’ করেন এবং বাদীপক্ষের বাটোয়ারা মামলা ৩৮৯/২০১৭ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি ভূমিতে স্থিতাবস্থার আদেশ দেন।
পরে আদালতের নিষেধ অমান্য করে ও জমি দখলের আশঙ্কা দেখা দিলে ১৬ই আগস্ট সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়, কিন্তু দৃশ্যত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে ১৬ই আগস্ট দুপুর ১২টায় সেলিম মিয়ার চাচা  নৈমুদ্দিনের ছেলে বশির ও এইচডিএফসি সিসিন পাওয়ার লি. আমিনুল ইসলাম লিটন মিলে ৬/৭শ’ গুণ্ডাপাণ্ডা সন্ত্রাসী  দেশীয় অস্ত্র, শাবল দা কুড়ালসহ ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে আদালতের স্থিতাবস্থার নোটিশ নিয়ে যায়। বাড়িঘর ভাঙচুর বৃক্ষাদী কর্তন করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে বসবাসকারীদের অবরুদ্ধ করে রাখে। এ বিষয়ে এইচডিএফসি সিসিন পাওয়ার লি. সাইট  কো-অর্ডিনেটর আব্দুল হালিম বলেন, আমি ঢাকায় আছি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের বিষয়টি জানি না। আগামী রোববার সাইটে গিয়ে দেখে আপনাকে জানাবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর