× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বকশীগঞ্জে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

বাংলারজমিন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, শনিবার

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও রাজনীতিবিদদের বিরুদ্ধে নানান ধরনের কটূক্তি করায় রফিকুল ইসলাম রফিক (রফিক বাগ) (৩৫) নামে যুবককে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। রফিক, বকশীগঞ্জ পৌর শহরে দক্ষিণ বাজার এলাকার হুলা খলিফার ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে বকশীগঞ্জ মালীবাগ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগকারী দৈনিক ভোরের কাগজ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি জানান, রফিক বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক ও স্থানীয় রাজনীতিবিদদের সর্ম্পকে নানান ধরনের অশ্লীল কটূক্তি করে আসছিল। এতে স্থানীয় সংবাদিক ও রাজনীতিবিদরা ক্ষুব্ধ হয়। একজন সংবাদিক হিসেবে সংবাদিকদের বিরুদ্ধে কটূক্তি করায় তার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি। এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নয়ন দাশ জানান, রফিক বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে সাংবাদিক ও রাজনীতিবিদদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছিল। পরে সংবাদিকদের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে।
রফিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছেও বলে নয়ন দাশ আরও জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর