× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেনীতে ৪০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

বাংলারজমিন

ফেনী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, শনিবার

ফেনীতে ৪০ লাখ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে (৩৮) আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম রামপুর এলাকায় গাড়ি তল্লাশিকালে র‌্যাব-৭ বিপুল পরিমাণ ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করে। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পশ্চিম রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহি সিল্ক লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৭৬) বাস থামলে বাস যাত্রী জাহিদুল ইসলাম ব্যাগ হাতে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব ধাওয়া করে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার করিমখাঁ এলাকার মোবারক সরকারের ছেলে জাহিদুল ইসলামকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২ হাজার ও ব্যাগ তল্লাশি করে আরো ৬ হাজারসহ মোট ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর